কলকাতা, 24 জুলাই:মণিপুরে মহিলাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা ভয়ঙ্কর, তার সঙ্গে দেশের অন্য প্রান্তের নারী নির্যাতনের তুলনা টেনে এক করে দেখানো যায় না ৷ সোমবার এই মন্তব্য করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ বর্ষীয়ান এই সিপিএম নেতা এদিন জানান, মণিপুরে যা ঘটে চলেছে গত আড়াই মাস ধরে তা নৃশংস ও ভয়ঙ্কর ৷ এই ঘটনার সঙ্গে তাই মালদা, মুর্শিদাবাদ, পাঁচলা বা দেশের অনন্য প্রান্তের ঘটনাকে এক করে দেখা ঠিক নয় ৷ উল্লেখ্য, এর আগে সিপিএম নেত্রী বৃন্দা কারাতও জানিয়েছিলেন, মালদার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু তার সঙ্গে মণিপুরের ঘটনা এক করে দেখা ঠিক নয় ৷
মণিপুরে জাতি দাঙ্গা হচ্ছে বলে এদিন মন্তব্য করেছেন বিমান বসু ৷ তাঁর কথায়, "মণিপুরের নৃশংস ঘটনা আর রাজস্থান, পশ্চিমবঙ্গ কিংবা অন্য রাজ্যের ঘটনা এক নয় । যে কোনও নারী নির্যাতনের ঘটনা নিন্দনীয় ও কলঙ্কজনক ৷ কিন্তু মণিপুরে জাতি দাঙ্গা হচ্ছে ৷ মুর্শিদাবাদ, পাঁচলা ও মালদায় জাতি দাঙ্গা হয়নি ৷ এই দুই ঘটনাকে এক করে দেখানোর ঘোর বিরোধী আমরা ৷"
আরও পড়ুন: মণিপুরের পাশে আছে ইন্ডিয়া, একজোট হয়ে জোরালো বার্তা বিরোধীদের; মোদির বিবৃতি দাবি
মণিপুর প্রসঙ্গে বলতে গিয়ে বিমান বসু এদিন আরও বলেন, "মণিপুরের মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে আয় করেন । বাজারহাট, দোকানপাট সামলান তাঁরা ৷ পুরুষরা বাড়িতে বাচ্চাদের দেখেন ৷ সেখানে মাতৃ শক্তির জোর আছে এখনও । যেটাকে ধংস করার চেষ্টা করছে বিজেপি । সেখানকার বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকারের মদতে হিংসায় মদত দিচ্ছে । সেখানে জাতি দাঙ্গা চলছে । রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জাতি দাঙ্গা চালাচ্ছে মোদি সরকার । যা কখনও মেনে নেওয়া যায় না ।"
আরও পড়ুন: মণিপুরে হিংসা চলছেই, মহিলাদের নেতৃত্বে হামলাকারীরা জ্বালিয়ে দিল 10 বাড়ি ও স্কুল
বামফ্রন্ট চেয়ারম্যান এদিন স্পষ্ট জানিয়েছেন, বাংলা-সহ দেশের অন্যান্য প্রান্তে নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়, কাম্য নয় ৷ কিন্তু মণিপুরের ঘটনা ভয়ঙ্ক, এর সঙ্গে অন্য কোনও ঘটনা এক করে দেখা মানে মণিপুর ইস্যুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা ৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় মণিপুরের একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে ৷ যেখানে দেখা যায়, কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে, তাঁদের মধ্যে একজনকে গণধর্ষণও করা হয় বলে অভিযোগ ৷ এই দৃশ্য প্রকাশ্যে আসার পরেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে ৷ সরাসরি বিরোধীদের আক্রমণের নিশানায় চলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রায় তিন মাস ধরে অশান্ত মণিপুর, বিজেপি শাসিত এই রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী কেন পদক্ষেপ করছেন না সেই প্রশ্নও উঠছে ৷ সংসদে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি ৷