কলকাতা, 19 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র এবং কর্ম সমন্বিত বাংলার ট্যাবলোকে বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রক ৷ যা নিয়ে কয়েকদিন ধরেই বিতর্কের ঝড় উঠেছে ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে হতবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন ৷ কেন্দ্রীয় মন্ত্রীরা নিজেদের মতো করে সাফাই দিয়েছেন ৷ এবার কেন্দ্রের এই সিদ্ধান্তে সরব হল বামফ্রন্ট ৷ রাজ্য সরকারের দাবিকে সমর্থন করে রাজধানীতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলো প্রদর্শনের দাবি জানিয়েছে তারা (CPIM on WB tableau rejection) ৷
এই প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর স্বাক্ষরিত একটি বিবৃতি সামনে এসেছে (Biman Bose on tableau rejection ) ৷ বিবৃতিতে বলা হয়েছে, "কেন্দ্রীয় সরকার নেতাজির চিত্র এবং কর্ম সমন্বিত ট্যাবলোটি বাতিল করে দেশের ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রামের মহান ঐতিহ্যকে অস্বীকার করেছে । রাজ্য সরকারের পাঠানো এই ট্যাবলোটি প্রদর্শন না-করার সিদ্ধান্ত অবশ্যই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সংষ্কৃতিকে ধ্বংস করার চক্রান্ত । বামফ্রন্ট এই অনৈতিকতার বিরোধী । একই সঙ্গে 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গের ট্যাবলোটি প্রদর্শনের দাবি করছে বামফ্রন্ট ।"