CPIM on Cow Killing: গো-হত্যা প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ বিমান-সেলিমের
বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকেই ত্রিপুরায় অত্যাচার শুরু করেছে বিজেপি (BJP Duplicity in the Matter of Cow Slaughter)৷ জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি-ঘর ৷ মেরে ফেলা হচ্ছে গরু-সহ বিভিন্ন গবাদি পশু ৷ যে বিজেপি গোমাংস খাওয়ার অপরাধে মানুষকে পিটিয়ে মারে, সেই বিজেপি নিজেই গো-হত্যা করছে ৷ কিন্তু এখন সবাই চুপ ৷ বামেদের মিছিল থেকে এই কথায় বললেন বিমান-সেলিমরা ৷
কলকাতা, 9 মার্চ: বিজেপি ও আরএসএস গোমাংস ভক্ষণের বিরুদ্ধে । তারা সংরক্ষণে বিশ্বাসী । গরুকে মাতা রূপে পূজা করেন । নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এই ঘটনা আরও বেড়েছে । দেশের বিভিন্ন প্রান্তে গোমাংস ভক্ষণ কিংবা গোমাংস বয়ে নিয়ে যাওয়ার অপরাধে গণপিটুনিতে বহুজনের মৃত্যু হয়েছে । আর এই ঘটনাকে হাতিয়ার করে ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসায় বিজেপির বিরুদ্ধে আঙুল তুলল সিপিআইএম (CPIM accuses BJP on Cow Killing)। বৃহস্পতিবার মিছিল থেকে গো-হত্যা প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে কার্যত দ্বিচারিতার অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্যের সম্পাদক মহম্মদ সেলিম ।
ত্রিপুরায় 2023-এর বিধানসভা ভোটে পুনরায় ক্ষমতা দখল করেছে বিজেপি । 2 মার্চ ভোটের ফল ঘোষণার পর থেকে বিরোধীদের উপর সন্ত্রাস শুরু হয়েছে বলে অভিযোগ । শাসকদল বিজেপির মদতেই বামপন্থীদের উপর লাগাতার আক্রমণ চলছে । কোথাও মারধর তো কোথাও ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া ঘটনা ঘটেছে । গরু-সহ বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে । আর এই প্রত্যেকটি হিংসাত্মক ও ধ্বংসাত্মক ঘটনার পিছনে শাসকদল বিজেপি এবং তার 'গুণ্ডাবাহিনী'র হাত রয়েছে বলে অভিযোগ সে রাজ্যের অন্যতম বিরোধী সিপিআইএমের । এরই বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতার ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশের বাজার থেকে শিয়ালদা বিগ বাজারের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিল করে রাজ্য বামফ্রন্ট । মিছিলের সামনে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ একাধিক নেতৃত্ব ।
এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "গরু খেলে পিটিয়ে মারা হচ্ছে । তখন জাতীয় সংবাদমাধ্যমে বারবার খবর হচ্ছে । আর এখন যে গরুকে পুড়িয়ে মারা হচ্ছে সে বিষয়ে কোনও খবর নেই । বিজেপি ও আরএসএসের গুণ্ডাবাহিনী ত্রিপুরায় বিরোধীদের বাড়ি ঘর-দোর জ্বালিয়ে দিচ্ছে । গরু-সহ অনেক গবাদি পশু পুড়িয়ে মারছে । গো-ভক্তি কোথায় ? অর্থাৎ, তারা তৃণমূলের মতো সামনে একরকম আর পিছনে আরেকরকম । একদিকে নিজেরা গরুকে পুড়িয়ে মারছে আবার গোমাংস ভক্ষণের অপরাধে পিটিয়ে মারছে । এর বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ।"
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়, "গোমাংস খাওয়ার কারণে মহম্মদ আখলাককে পিটিয়ে মারা হল । যার নেতৃত্বে ছিল বিজেপি । সেই বিজেপির নেতৃত্বেই আজ ত্রিপুরায় গরুকে পুড়িয়ে মারা হচ্ছে । বাড়ি ঘর-দোর পুড়িয়ে খাক করে দেওয়া হচ্ছে । বিজেপি-র বিরুদ্ধে মানুষের সোচ্চার হওয়া প্রয়োজন ।"
আরও পড়ুন :ক্ষমতায় ফিরছে বামেরা, বিজেপি'র আসন সংখ্যা দশের নীচে নামবে, দাবি ত্রিপুরা সিপিএমের