কলকাতা, 11 অগাস্ট : প্রয়াত প্রদেশ সভাপতি সোমেন মিত্রর শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । গতরাতে সোমেনবাবুর বাসভবন লোয়ার রডন স্ট্রিটের সূর্য অ্যাপার্টমেন্টে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান বিমান । উপস্থিত ছিলেন CPI(M) নেতা সুখেন্দু পানিগ্রাহী ।
সোমেন জায়া শিখা মিত্রের সঙ্গে দীর্ঘক্ষণ পুরানো দিনের কথা নিয়ে স্মৃতিচারণা করেন বিমান । কথায় কথায় অনেক কিছুই উঠে আসে । জানান, মতাদর্শগত বিরোধ থাকা সত্ত্বেও ব্যক্তিগত সম্পর্কে কখনও ছেদ পড়েনি তাঁদের মধ্যে । দীর্ঘদিন এই সম্পর্ক ছিল অটুট । কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের সমঝোতার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সোমেনবাবু । সাম্প্রতিককালে তাঁর মতাদর্শকে গুরুত্ব দিয়েই ভবিষ্যতে বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে লড়াই করবে এমনটাই পরিকল্পনা ছিল ।
সোমেন মিত্রের শ্রাদ্ধানুষ্ঠানে বিমান - latest news of kolkata
গতকাল প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতির শ্রাদ্ধানুষ্ঠান ছিল । তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে যান ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । সোমেনবাবুর স্ত্রী ও অন্যান্য আত্মীয়ের সঙ্গে কথাও বলেন ।
বিমান
অন্যদিকে শিখা মিত্র বলেন, "এক অনভিপ্রেত মহামারীর ফলে বর্তমান বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে । সেই দিকগুলি বিবেচনা করে পারলৌকিক ক্রিয়া পালন করা হয় ।"