পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতাজির জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেসের যৌথ মিছিল, কেন্দ্রকে আক্রমণ বিমানের

বৃহস্পতিবার নেতাজির জন্মদিবসে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে মিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, CPI(M) পলিটবিউরো সদস্য মহম্মদ সেলিম ৷ সুবোধ মল্লিক স্কয়্যার থেকে মেয়ো রোডে আকাশবাণী ভবনের সামনে নেতাজির মূর্তিতে মাল্যদান করতে মিছিল করে আসে বাম এবং কংগ্রেস নেতৃত্ব ৷

left cong rally
বাম-কংগ্রেসের যৌথ মিছিল

By

Published : Jan 24, 2020, 12:00 AM IST

কলকাতা, 23 জানুয়ারি: নেতাজির জন্মদিবসের দিন NRC-CAA নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ পাশাপাশি বাঁকুড়ার সারেঙ্গায় জলের ট্যাঙ্ক ভেঙে যাওয়া প্রসঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের কাটমানির বিষয়টিকেই ইঙ্গিত করেন তিনি । বৃহস্পতিবার নেতাজির জন্মদিবস উপলক্ষ্যে একযোগে মিছিলে পা মেলায় বাম-কংগ্রেস ৷

বৃহস্পতিবার নেতাজির জন্মদিবসে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে মিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, CPI(M) পলিটবিউরো সদস্য মহম্মদ সেলিম ৷ সুবোধ মল্লিক স্কয়্যার থেকে মেয়ো রোডে আকাশবাণী ভবনের সামনে নেতাজির মূর্তিতে মাল্যদান করতে মিছিল করে আসে বাম এবং কংগ্রেস নেতৃত্ব ৷ নেতাজির মূর্তিতে মাল্যদানের পর NRC-CAA নিয়ে বিমান বসু বলেন, "যে সরকার দিল্লিতে রয়েছে তারা অবৈজ্ঞানিক কথা বলছে। যে নাগরিকের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরই বলছেন দেশের বাসিন্দা নয়। তাহলে কি দেশের সরকার বেআইনি বা অবৈধ?" পাশাপাশি বাঁকুড়ার সারেঙ্গায় জলের ট্যাঙ্ক ভেঙে পড়া প্রসঙ্গে বিমান বসু জানান, "যে ধরনের মালমশলা দিয়ে ট্যাঙ্কি নির্মাণ করা উচিত ছিল তা করা হয়নি । কম দামি জিনিস দিয়ে তৈরি করে বাকি অর্থ ভাগ-বাটোয়ারা হয়েছে শাসকদলের নিজেদের মধ্যে ।"

কলকাতা বন্দরের নাম পরিবর্তন নিয়ে তৃণমূল কংগ্রেস মুখে কুলুপ আঁটা নিয়েও কটাক্ষ করেন বিমান বসু ৷ RSS-এর পত্রিকা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা দেখেই তৃণমূল কংগ্রেস এবং BJP-এর সখ্যতা রয়েছে বলে দাবি করেন তিনি । অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে পোর্ট। পোর্টের ভেতরে ডক তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে থাকবে ৷ বাংলার মানুষ এটা কেন মেনে নেবে?" প্রশ্ন নরেন চট্টোপাধ্যায়ের।

ABOUT THE AUTHOR

...view details