পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিহারে ভরাডুবি হলেও এরাজ্যে কংগ্রেসের উপরেই ভরসা, স্পষ্ট করলেন বিমান বসু - বিহারে ভরাডুবি হলেও এরাজ্যে কংগ্রেসের উপরেই ভরসা, স্পষ্ট করলেন বিমান বসু

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলায় বাম নেতা-কর্মীদের দিশা দিতে মালদায় আসেন বামফ্রন্ট চেয়ারম্যান । সঙ্গে ছিলেন CPI(M) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ।

বিহারে ভরাডুবি হলেও এরাজ্যে কংগ্রেসের উপরেই ভরসা করছে বামফ্রন্ট। আজ মালদায় সেকথা স্পষ্ট করেছেন বাম চেয়ারম্যান বিমান বসু।
বিহারে ভরাডুবি হলেও এরাজ্যে কংগ্রেসের উপরেই ভরসা করছে বামফ্রন্ট। আজ মালদায় সেকথা স্পষ্ট করেছেন বাম চেয়ারম্যান বিমান বসু।

By

Published : Nov 11, 2020, 6:30 PM IST

মালদা, 11 নভেম্বর : বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে ৷ তবু 21-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গেই লড়াই করতে নামছে বামফ্রন্ট । আজ মালদায় তা স্পষ্ট করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তাঁর গলায় নন্দীগ্রামে শাসকদলের দুই গোষ্ঠীর সভা থেকে শুরু করে পাহাড় প্রসঙ্গও উঠে এসেছে । তবে AIMIM ইশুতে আজ সাবধানী মন্তব্য করেন তিনি । তাঁর কথায় উঠে আসে বেঙ্গল মডেল প্রসঙ্গও ।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলায় বাম নেতা-কর্মীদের দিশা দিতে মালদায় আসেন বামফ্রন্ট চেয়ারম্যান । সঙ্গে ছিলেন CPI(M) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম । মালদা টাউন হলে রুদ্ধদ্বার সভার আগে জেলা CPI(M)-এর সদর দপ্তর, মিহির দাস ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দু'জন । বিহারে এবার মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস । রাজ্যে এখনও কি তাঁরা কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন ? এই প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, "বাংলার মাটিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা দিতে, বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি ও বিভাজন সৃষ্টিকারীদের পরাস্ত করতে আমাদের এগোতে হবে । এখানে মূলত হিন্দু ও মুসলিম, এই দুই সম্প্রদায়ের মানুষ রয়েছে । কিন্তু যেখানে যেমন সেখানে তেমন নীতি সাম্প্রদায়িক মেলবন্ধনকে কখনও জোরদার করতে পারে না । তাই আমরা তৃণমূল ও BJP-কে পরাস্ত করতে বিরোধী সমস্ত শক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে চেষ্টা চালিয়ে যাব । ফলে কংগ্রেসে আমাদের ভরসা কি ভরসা নয়, সেটা বড় কথা নয় । বড় কথা হল, তৃণমূল ও BJP বিরোধী সমস্ত শক্তিকে বোঝাপড়া ও কর্মসূচির ভিত্তিতে একজোট করা । আমরা আসন্ন ভোটে সেভাবেই লড়াই করতে চাইছি ।" বিমানবাবু জানিয়েছেন, 21-এর নির্বাচন নিয়ে এমাসের শেষে তাঁরা কংগ্রেস সহ সমস্ত দলের সঙ্গে আলোচনা শুরু করতে চলেছেন ।

তবে কি একুশের নির্বাচনে এই রাজ্যেও বিহার মডেলে তাঁরা ভোট করার কথা ভাবছেন ? উত্তরে বিমান বসুর মন্তব্য, "এখানে আমাদের 16 দলের বোঝাপড়া রয়েছে । তার মধ্যে RJD, NCP, LJP সহ বাম দলগুলি রয়েছে । আমরা বলি, বামপন্থী ও বামপন্থী সহযোগী দলসমূহ । আমাদের মধ্যে নিয়মিত বৈঠকও হয় । এভাবেই আমাদের বেঙ্গল মডেল গড়ে উঠেছে । তাহলে অন্য কোনও মডেল আমরা কেন ধার করব ? বিহারে যেভাবে রাজনীতি চলে তার সঙ্গে পশ্চিমবঙ্গে হয়ত কিছু মিল রয়েছে । কিন্তু তার মানে ওই মডেল অনুসরণ করা হবে তা সঠিক নয় । তবে গত দুটি ভোটের তুলনায় এবার এই রাজ্যে বামপন্থীদের ভোট অবশ্যই কয়েক গুণ বাড়বে । আর যেখানে বামফ্রন্ট থাকে সেখানে বামফ্রন্টকে বন্ধক দেওয়ার কোনও কথা হয়নি । তাই এখানে মহাজোটের প্রশ্ন উঠছে না ।"

বিহারে ভরাডুবি হলেও এরাজ্যে কংগ্রেসের উপরেই ভরসা, স্পষ্ট করলেন বিমান বসু
মিম এবার বিহার নির্বাচনে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে । এই রাজ্যে মিম কী কোনও ইশু হবে ? উত্তরে তিনি বলেন, "BJP-র হাতে কোটি কোটি টাকা । নিজেদের লাভের জন্য তারা কোনও অংশের মানুষকে যদি না চায় বা প্রার্থী দেওয়ার কথা বলে এবং যদি কেউ তার শিকার হয়ে যায় তবে করার কিছু নেই । আমাদের এনিয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে । MIM এখানে নতুন নয় । এর আগেও ওই দল এখানে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে । তখন হয়ত এদের কেউ চিনতে পারেনি । এখন চিনতে শুরু করেছে । প্রণববাবু যখন রাষ্ট্রপতি হলেন তখন জঙ্গিপুর কেন্দ্রের উপনির্বাচনে MIM প্রতিদ্বন্দ্বিতা করেছিল । এখন নতুন করে যদি কেউ MIM-কে আবিষ্কার করে তবে বলার কিছু নেই। "

ABOUT THE AUTHOR

...view details