মালদা, 11 নভেম্বর : বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে ৷ তবু 21-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গেই লড়াই করতে নামছে বামফ্রন্ট । আজ মালদায় তা স্পষ্ট করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তাঁর গলায় নন্দীগ্রামে শাসকদলের দুই গোষ্ঠীর সভা থেকে শুরু করে পাহাড় প্রসঙ্গও উঠে এসেছে । তবে AIMIM ইশুতে আজ সাবধানী মন্তব্য করেন তিনি । তাঁর কথায় উঠে আসে বেঙ্গল মডেল প্রসঙ্গও ।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলায় বাম নেতা-কর্মীদের দিশা দিতে মালদায় আসেন বামফ্রন্ট চেয়ারম্যান । সঙ্গে ছিলেন CPI(M) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম । মালদা টাউন হলে রুদ্ধদ্বার সভার আগে জেলা CPI(M)-এর সদর দপ্তর, মিহির দাস ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দু'জন । বিহারে এবার মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস । রাজ্যে এখনও কি তাঁরা কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন ? এই প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, "বাংলার মাটিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা দিতে, বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি ও বিভাজন সৃষ্টিকারীদের পরাস্ত করতে আমাদের এগোতে হবে । এখানে মূলত হিন্দু ও মুসলিম, এই দুই সম্প্রদায়ের মানুষ রয়েছে । কিন্তু যেখানে যেমন সেখানে তেমন নীতি সাম্প্রদায়িক মেলবন্ধনকে কখনও জোরদার করতে পারে না । তাই আমরা তৃণমূল ও BJP-কে পরাস্ত করতে বিরোধী সমস্ত শক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে চেষ্টা চালিয়ে যাব । ফলে কংগ্রেসে আমাদের ভরসা কি ভরসা নয়, সেটা বড় কথা নয় । বড় কথা হল, তৃণমূল ও BJP বিরোধী সমস্ত শক্তিকে বোঝাপড়া ও কর্মসূচির ভিত্তিতে একজোট করা । আমরা আসন্ন ভোটে সেভাবেই লড়াই করতে চাইছি ।" বিমানবাবু জানিয়েছেন, 21-এর নির্বাচন নিয়ে এমাসের শেষে তাঁরা কংগ্রেস সহ সমস্ত দলের সঙ্গে আলোচনা শুরু করতে চলেছেন ।
বিহারে ভরাডুবি হলেও এরাজ্যে কংগ্রেসের উপরেই ভরসা, স্পষ্ট করলেন বিমান বসু - বিহারে ভরাডুবি হলেও এরাজ্যে কংগ্রেসের উপরেই ভরসা, স্পষ্ট করলেন বিমান বসু
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলায় বাম নেতা-কর্মীদের দিশা দিতে মালদায় আসেন বামফ্রন্ট চেয়ারম্যান । সঙ্গে ছিলেন CPI(M) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ।
তবে কি একুশের নির্বাচনে এই রাজ্যেও বিহার মডেলে তাঁরা ভোট করার কথা ভাবছেন ? উত্তরে বিমান বসুর মন্তব্য, "এখানে আমাদের 16 দলের বোঝাপড়া রয়েছে । তার মধ্যে RJD, NCP, LJP সহ বাম দলগুলি রয়েছে । আমরা বলি, বামপন্থী ও বামপন্থী সহযোগী দলসমূহ । আমাদের মধ্যে নিয়মিত বৈঠকও হয় । এভাবেই আমাদের বেঙ্গল মডেল গড়ে উঠেছে । তাহলে অন্য কোনও মডেল আমরা কেন ধার করব ? বিহারে যেভাবে রাজনীতি চলে তার সঙ্গে পশ্চিমবঙ্গে হয়ত কিছু মিল রয়েছে । কিন্তু তার মানে ওই মডেল অনুসরণ করা হবে তা সঠিক নয় । তবে গত দুটি ভোটের তুলনায় এবার এই রাজ্যে বামপন্থীদের ভোট অবশ্যই কয়েক গুণ বাড়বে । আর যেখানে বামফ্রন্ট থাকে সেখানে বামফ্রন্টকে বন্ধক দেওয়ার কোনও কথা হয়নি । তাই এখানে মহাজোটের প্রশ্ন উঠছে না ।"