পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Biman Basu : তৃণমূল কংগ্রেস বিজেপির দোসর, এটা প্রমাণিত ; বিস্ফোরক বিমান বসু - TMC

বাম দলের পত্রিকা 'যুবশক্তি'-র শারদীয়া সংখ্যা উদ্বোধন করলেন বিমান বসু ৷ সেই অনুষ্ঠানে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করে তিনি জানান, তৃণমূল আসলে বিজেপি বিরোধী ঐক্য ভাঙার চেষ্টা করে গেরুয়া শিবিরকে সাহায্য করছে ৷

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বসু
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বসু

By

Published : Oct 8, 2021, 11:02 AM IST

কলকাতা, 8 অক্টোবর : মুখে বিজেপি বিরোধিতার কথা বললেও আদপে বিজেপির সহযোগী হিসেবে কাজ করছে তৃণমূল কংগ্রেস ৷ দাবি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর ৷ 'যুবশক্তি'র শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এসে বিজেপি (BJP), আরএসএস (RSS), তৃণমূল কংগ্রেসকে (TMC) একহাত নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান । তিনি জানান লখিমপুর খেরি যেতে যখন সব বিরোধী দলকে প্রতিরোধের সামনাসামনি হতে হচ্ছে, সেই সময় উত্তরপ্রদেশ পুলিশের ঘেরাটোপে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল । এর থেকেই ঘটনাক্রম স্পষ্ট বলে দাবি করেন প্রবীণ বামনেতা ৷

তিনি এদিন তৃণমূল কংগ্রেসকে আঞ্চলিক দল হিসেবে উল্লেখ করে বলেন, "সারাদেশে বিজেপি বিরোধী ঐক্য ভাঙার চেষ্টা করছে তৃণমূল । এই রাজ্যের শাসকদল তৃণমূল নিছকই একটি আঞ্চলিক দল । তাও সংবাদমাধ্যমের একাংশ অন্যান্য দলের তুলনায় অধিক গুরুত্ব দিচ্ছে ।" কেন্দ্রে বিজেপি সরকারের পিছনে আরএসএস চালিকাশক্তি, তাও জানান তিনি । স্বাধীনতা আন্দোলনে আরএসএস-এর ভূমিকা নেই এবং পরবর্তী সময়ে জাতীয় সম্পদ তৈরির ক্ষেত্রেও অবদান নেই বলে মনে করিয়ে দিয়েছেন বিমান বসু ।

আরও পড়ুন : Biman Bose : বিদ্যাসাগরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি করা অনুচিত : বিমান বসু

বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, "বর্তমানে সরকারে থাকার সুযোগ নিয়ে আরএসএস পরিচালিত বিজেপি সরকার নিয়ম করে দেশের সম্পদ বিক্রি করে চলেছে । দেশের গণতান্ত্রিক কাঠামোর উপরে আঘাত হানার পাশাপাশি সংবিধানের মৌলিক ধারণাকে পাল্টাতে চাইছে এই শক্তি ।" তিনি সভায় জানান, সম্প্রতি উত্তর প্রদেশে আন্দোলনরত কৃষকদের গাড়িচাপা দিয়ে মেরে ফেলেছে কেন্দ্রীয় মন্ত্রী সভার এক সদস্যের ছেলে । হরিয়ানায় বিক্ষোভকারীদের গাড়ি চাপা দেওয়া হয়েছে এবং তাতে গুরুতর আহত হয়ে একজনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে অভিযোগ করেন বিমান বসু । তিনি বলেন, "আন্দোলন এইভাবে ভাঙা যায় কি না, তা বিজেপি এবং আরএসএস পরীক্ষামূলকভাবে দেখছে ।"

যুব রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, বর্তমান অবস্থায় যুবশক্তি নীরবে যুব আন্দোলনকে পুষ্ট করে চলেছেন । তিনি বলেন, "7 অক্টোবর দুর্গা ভাবীর জন্মদিন । প্রচারের আলো এই স্বাধীনতা আন্দোলনকারীর উপরে পড়েনি । অথচ তিনি নীরবে সেবা করে গিয়েছেন । স্যান্ডার্স হত্যাকাণ্ডের পরে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুকে লাহোর থেকে পালিয়ে আসতে সাহায্য করেছিলেন তিনি । একইভাবে যুবশক্তি নীরবে যুব আন্দোলনকে পুষ্ট করে চলেছে । বর্তমান আর্থ-সামাজিক ব্যবস্থায় ভোগ সর্বস্বতা এবং আত্মকেন্দ্রিকতাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা চলছে ।"

যুবশক্তি পত্রিকা গত 54 বছর ধরে যুব সমাজের কাছে নতুন ভাবনার জোগান দিয়ে চলেছে বলে দাবি করেছেন পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত । তিনি বলেন, "বাজারে চলতি পত্রিকার পথ নয়, স্রোতের উল্টো দিকে যুবশক্তিকে ভাবতে শেখার কাজ করবে ৷" সায়নদীপ মিত্র, হিমঘ্নরাজ ভট্টাচার্য এবং ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি সাহাও বক্তব্য রাখেন ।

ABOUT THE AUTHOR

...view details