কলকাতা, 14 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সম্পর্কে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির (Akhil Giri) মন্তব্য ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি ৷ এরই মাঝে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷ তবে, সরাসরি অখিলের সমালোচনা না করে কিছুটা যেন কৌশলী অবস্থান নিলেন তিনি ! একদিকে জানালেন, অখিল গিরির এমন মন্তব্যকে তিনি মোটেও সমর্থন করেন না ৷ একইসঙ্গে মনে করিয়ে দিলেন, লাগাতার উত্ত্যক্ত করা হচ্ছিল বলেই হয়তো এমন বেফাঁস মন্তব্য করে বসেন প্রবীণ রাজনীতিক ! প্রসঙ্গত, সোমবার বিধানসভায় ভারতের প্রয়াত প্রাক্তন তথা প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মজয়ন্তী (Jawaharlal Nehru Birth Anniversary) পালন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই ওঠে অখিল গিরির বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ ৷
এদিনের এই অনুষ্ঠানমঞ্চে অধ্যক্ষ বলেন, "অখিল গিরির মন্তব্য দল সমর্থন করে না ৷ আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাষ্ট্রপতিকে লক্ষ করে শুধু নয়, কারও উদ্দেশেই এই ধরনের মন্তব্য করা উচিত নয় ৷ আগেও আমি বলেছি, রাজনৈতিক নেতাদের মধ্যে যেন কুকথা বলার প্রতিযোগিতা শুরু হয়েছে ! যিনি যত কটূ কথা বলছেন, সংবাদমাধ্যম তাঁকে তত হাইলাইট করছে ! সংবাদমাধ্যমের গুরুত্ব পাওয়ার জন্যই তাঁরা এই ধরনের মন্তব্য করছেন ৷ এমনটা আদৌ বাঞ্ছনীয় নয় ৷"