পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Biman on Governor Speech: বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণে বিশৃঙ্খলা চান না অধ্যক্ষ বিমান - অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

বুধবার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন (Bengal Budget Session 2023) ৷ প্রথামাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন ৷ সেই ভাষণে বিরোধীদের তরফ থেকে কোনও ধরনের বিশৃঙ্খলা চান না অধ্য়ক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায় ৷

Biman Banerjee
Biman Banerjee

By

Published : Feb 7, 2023, 7:33 PM IST

বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণে বিশৃঙ্খলা চান না অধ্যক্ষ বিমান

কলকাতা, 7 ফেব্রুয়ারি: গতবার বাজেট অধিবেশনের সময় অধিবেশন কক্ষে রাজ্যপালের উপস্থিতিতে নজিরবিহীন বিরোধী বিক্ষোভের সাক্ষী থেকেছিল পশ্চিমবঙ্গ বিধানসভা (West Bengal Assembly) । রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পড়তে এসে বিধানসভায় বিরোধী প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরকে (Jagdeep Dhankar) । আগামিকাল বুধবার আরও একবার রাজ্যপালের সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) ভাষণ দিয়ে বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন । বুধবার অন্তত অতীতের পুনরাবৃত্তি চাইছেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । অতীতের মতো রাজ্যপালের উপস্থিতিতে কোনও বিশৃঙ্খলা হোক চাইছেন না তিনি । আর তাই মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর সেই কথাই জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ।

গত বছর 7 মার্চ বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের উপস্থিতিতে নজিরবিহীন হট্টগোল ও বিক্ষোভের সাক্ষী থেকে ছিল রাজ্য বিধানসভা । তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর বাজেট বিবৃতি পড়ার জন্য বিধানসভায় এলেও বিরোধীদের হট্টগোলের কারণে সেদিন তা বিধানসভায় ঠিকমতো উপস্থাপন করতে পারেননি । খুব স্বাভাবিকভাবেই বিধানসভার অন্দরে প্রশ্ন উঠছে বুধবারও কি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে ? বাজেট বিবৃতি পাঠের সময় একই ভাবে কি সরকারের বিরুদ্ধে সরব হবে বিরোধীপক্ষ ?

এদিন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয়েছে, রাজ্যপালের উপস্থিতিতে সমস্ত রাজনৈতিক দল যাতে বিধানসভার অন্দরে যেন পরিষদীয় রীতিনীতি মেনে চলেন । এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কয়েকদিন আগেই কেন্দ্রে বাজেট অধিবেশন শুরু হয়েছে । সেখানেও রাষ্ট্রপতির ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়েছে । সেখানেই আমরা দেখেছি যতই বিরোধিতা থাকুক না কেন রাষ্ট্রপতির ভাষণের সময় উভয় কক্ষের কোনও বিরোধী সদস্যই কোনও বিরোধিতা করেননি । এক্ষেত্রে আমরা আশা করব আমাদের রাজ্যের সদস্যরাও লোকসভা বা রাজ্যসভার সদস্যদের উদাহরণকে অনুসরণ করবেন ।’’

একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিধানসভা কক্ষের অন্দরে কোনও বিশৃঙ্খলা কাম্য নয় । এক্ষেত্রে তেমন পরিস্থিতি তৈরি হলে রুলবুক অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । তাঁর কাছে জানতে চাওয়া হয়, অধিবেশন কক্ষের ভিতরে পোস্টার ব্যানার নিয়ে প্রতিবাদ নিয়ে কোনও পদক্ষেপ করবেন কি তিনি ? জবাবে অধ্যক্ষ বলেন, ‘‘রুল বুকের স্পষ্টভাবে বলা হয়েছে বিধানসভার ভেতরে পোস্টার বা ব্যানার প্রদর্শন কাঙ্খিত নয় । এরপরেও বিরোধীরা তা মানছেন না । আমি আশা করব তাদের শুভবুদ্ধির উদয় হবে । এবং রাজ্যপালের ভাষণের সময় তাঁরা কোনোভাবে তাঁকে বাধা দেবেন না ।’’

কিছুটা উষ্মার সুরেই এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অতীতে অন্যান্য দলের সদস্যরাও বিরোধী আসনে ছিলেন । কিন্তু তারা কখনোই রাজ্যপালের ভাষণের সময় এভাবে বাধা দেওয়ার কাজ করেননি । এক্ষেত্রে আমরা আশা করব তারাও এই পথ অনুসরণ করবেন ।’’

আরও পড়ুন:বিচারব্যবস্থা ও সরকারের সমন্বয় ব্যাহত হচ্ছে ! সৌগতর উদ্বেগে সায় বিমানের

ABOUT THE AUTHOR

...view details