পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Special Assembly Session: বিশেষ অধিবেশন ডেকেও মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিল পাস হল না বিধানসভায় - বিধানসভায় পাস হল না বিধায়কদের বেতন বৃদ্ধির বিল

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পাস করানোর জন্য সোমবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল ৷ তবে এদিন বিল পেশ হলেও, আলোচনা না হওয়ায় এই বিল পাস করানো যায়নি ৷

ETV Bharat
রাজ্য বিধানসভা

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 3:44 PM IST

Updated : Oct 16, 2023, 5:05 PM IST

কলকাতা, 16 অক্টোবর: রাজ্যপালের অনুমতি নেই, তাই বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেও পাস করানো গেল না বিধায়ক এবং মন্ত্রীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল । পুজোর মুখে সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এদিন রাজ্য বিধানসভায় মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত দুটি বিল পেশ করা হলেও, তা নিয়ে কোনও আলোচনা হয়নি ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদন না পাওয়ায় এই বিল নিয়ে এদিন আলোচনা সম্ভব হয়নি ৷ আগামী ৫ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন পর্যন্ত এই আলোচনা পিছিয়ে দেওয়া হল । শেষ পর্যন্ত শোকপ্রস্তাব পাঠ করেই মুলতুবি হয়ে যায় বিধানসভার এই বিশেষ অধিবেশন ।

অন্যদিকে, এদিন বিধানসভায় বলতে না দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলের কাগজ ছিঁড়ে স্লোগান দেন । পাশাপাশি, রাজ্যের বেকার যুবক-যুবতীদের চাকরি এবং সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিও তোলেন তাঁরা ।

কিন্তু প্রশ্ন উঠছে. কেন এমন পরিস্থিতি তৈরি হল। পুজোর মুখে একদিনের অধিবেশন ডেকে কেন শুধু শোকপ্রস্তাব পাঠ করেই তা শেষ করে দিতে হল । এর জবাব দিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, "বিধায়ক-মন্ত্রীদের ভাতা বৃদ্ধি নিয়ে 2টি বিল আনা হয়েছিল বিধানসভায় । রাজভবনের অনুমোদন না আসায় তা নিয়ে আলোচনা করা গেল না । অর্থনৈতিক বিষয়ে বিল বিধানসভায় পেশ করার আগে রাজ্যপালের অনুমতি নিতে হয় । মুখ্যমন্ত্রী আগেই এই বেতন বৃদ্ধির বিলের কথা বিধানসভায় ঘোষণা করেছিলেন । সেই মতো বিষয়টি ক্যাবিনেটেও পাস হয়েছে । কিন্তু রাজ্যপাল অনুমোদন না দেওয়াই শেষ পর্যন্ত এটিকে বিধানসভায় আলোচনা করে পাশ করা গেল না । আমরা বিষয়টি নিয়ে আলোচনার জন্য ৫ ডিসেম্বর সময় পর্যন্ত সময় নিয়েছি । এর মধ্যে রাজভবনের অনুমোদন পাওয়া গেলে আগেও বিলটি নিয়ে আলোচনা হতে পারে ।"

আরও পড়ুন: নবরাত্রির দ্বিতীয়াতে অধিবেশন ডেকে হিন্দুদের ভাবাবেগে আঘাত সরকারের, অভিযোগ শুভেন্দুর

এদিন শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে যে দাবি তুলেছেন, তার জবাব দিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি জানান, ইতিমধ্যেই 106 শতাংশ ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার । এরপরে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে । বিরোধী দলনেতা নিশ্চয়ই সে কথা জানেন ।

Last Updated : Oct 16, 2023, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details