বিরোধী ঐক্যের ব্যাপারে আশাবাদী বিকাশরঞ্জন কলকাতা, 4 জুলাই: 2024-এর আগে বিজেপি বিরোধী জোটকে আরও শক্তিশালী করতে নানা পদক্ষেপ করছে বিরোধী রাজনৈতিক দলগুলি । যে কারণে একাধিকবার বৈঠকের দিন বদল এবং ভেনুও বদল হয়েছে । তবে এই বিরোধী ঐক্যে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করলেন সিপিআইএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷
বঙ্গে বিজেপি বিরোধী অন্য দুই রাজনৈতিক দল বাম ও কংগ্রেস অপর বিজেপি বিরোধী দল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে । এ রকম পরিস্থিতিতে বামেদের বক্তব্য, চব্বিশের আগে বিজেপি বিরোধী ঐক্য হবেই । কিন্তু কোন কোন রাজনৈতিক দল এই ঐক্যে অংশগ্রহণ করবে বা ঐক্য থেকে বেরিয়ে যাবে তা বলা যাচ্ছে না ।
মঙ্গলবার বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "বিজেপি বিরোধী ঐক্য হবেই । কিন্তু তৃণমূল কংগ্রেস জনস্বার্থে বিজেপির বিরুদ্ধে যে যাচ্ছে না, তা অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে বিরোধীদের বৈঠকে অনুপস্থিত থেকে তারা প্রমাণ করে দিয়েছে ।" তাই, বিরোধী ঐক্যে তৃণমূল আদৌ থাকবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন বিকাশ ।
এনসিপি ভাঙনের পর বিজেপি বিরোধী জোটকে আরও শক্তিশালী করতে জোরদার চেষ্টা চালানো হচ্ছে । আগামী 17-18 জুলাই ফের বৈঠক । ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন । 17 জুলাই জোট বৈঠক করে 20 জুলাই সংসদ কক্ষে বিরোধীদের সম্মিলিত রণকৌশল স্থির করবে । ফলে বেঙ্গালুরুতে কংগ্রেসের ডাকা বৈঠক এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
আরও পড়ুন:'বুথ আগলাবে মানুষই', পাহারায় পাবলিক লঞ্চ করে দাবি সেলিমের
এ বিষয়ে মঙ্গলবার সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "বিরোধীদের ঐক্য রাস্তাঘাটে লড়াইয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠে । একটা বা দুটো মঞ্চে বৈঠক করে হয় না । এখন বিজেপির বিরুদ্ধে চাপ বৃদ্ধি হচ্ছে ৷ তখন বিজেপির যারা সহযোগী ছিল, তারাও এখন ধীরে ধীরে বিজেপি বিরোধী মঞ্চে আসার চেষ্টা করছে । বিরোধী ঐক্য হবেই । কারণ দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে বিজেপি । তার বিরুদ্ধে মানুষ লড়াই করছে । কিন্তু কোন রাজনৈতিক দল থাকবে আর কোন রাজনৈতিক দল থাকবে না, সেটা এখন বলা মুশকিল ।"
ওই মঞ্চে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বিকাশরঞ্জন বলেন, "তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে শক্তি নয় । মমতা বিজেপির ছদ্মবেশী বন্ধু । মমতা যেখানেই যান না কেন, সেখানে তাঁর প্রধান উদ্দেশ্য হবে বিজেপি বিরোধী মঞ্চকে দুর্বল করা । এটা আমরা সবাই জানি । কিন্তু একটি রাজ্যের বিরোধী মুখ্যমন্ত্রী যদি কোনও মঞ্চে যান, সেখানে তো আমরা বাধা দিতে পারি না ৷ বাধা দেওয়া উচিতও নয় বলে আমরা মনে করি । কারণ তিনি এই মঞ্চে যত যাবেন, তত তাঁর অবস্থান স্পষ্ট হবে । ইতিমধ্যে আপনারা দেখেছেন অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে যে বৈঠক ছিল বিরোধীদের, সেই বৈঠকে মমতার দল যায়নি । মূলত যে সমস্ত পরিকল্পনা বিজেপি আরএসএস-এর স্বার্থে আঘাত হানবে, সেই সমস্ত পরিকল্পনায় মমতা নেই, মমতা থাকবেনও না ।"