পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bikash Ranjan Bhattacharya: যে কোনও তৃণমূল নেতার বাড়িতে ছাপা মারলে বিপুল টাকা ও অস্ত্র উদ্ধার হবে, বিস্ফোরক বিকাশ - রাজ্যের সমালোচনায় বিকাশরঞ্জন

সোমবার একাধিক বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি জানান, রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্র পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷

ETV Bharat
বিকাশরঞ্জন ভট্টাচার্য

By

Published : May 22, 2023, 9:06 PM IST

বিকাশরঞ্জন ভট্টাচার্যর বক্তব্য

কলকাতা, 22 মে:"রাজ্যের পুলিশ যদি সক্রিয় হয়ে একদিন বিনা নোটিশে শাসক দলের বিভিন্ন নেতা-মন্ত্রীর বাড়িতে হানা দেয় তাহলে বিপুল বেআইনি অস্ত্র ও বিপুল টাকা উদ্ধার হবে । কিন্তু পুলিশকে নির্দেশ দেওয়া রয়েছে তারা যেন সক্রিয় না-হয় । তারা ঘটনা ঘটার আগে নয়, পরে পিছনে দৌড়াবে সেই নির্দেশ দেওয়া রয়েছে ৷" গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এর এগরার পর রবিবার বিস্ফোরণের ঘটনা ঘটে দক্ষিণ 24 পরগনার বজবজের একটি বাজি কারখানায় ৷ রাজ্যে পরপর বাজি কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গে সোমবার এই মন্তব্য করেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷

উল্লেখ্য, এগরার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 11 জনের ৷ রবিবার বজবজ বিস্ফোরণে মৃত্যু হয়েছে 3 জনের ৷ মৃতদের মধ্যে একজন কিশোরী ৷ বিকাশরঞ্জনের অভিযোগ, এরাজ্যের পুলিশ ঘটনার পর সক্রিয় হয়, আগে থেকে কোনও, সতর্কতামূলক পদক্ষেপ করে না ৷

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার জন্য কয়েকটি কলেজে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের ৷ এই প্রসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্যর বক্তব্য, ওরা তো ভাবছে বর্তমান প্রজন্মের লেখাপড়া, শিক্ষার দরকার নেই। শিক্ষাক্ষেত্রে নিজেদের লোক বসাবে যারা দুর্নীতিটাই শেখাবে । কলেজে ভর্তি হতে গেলে টাকা যে দেবে সে ভর্তি হতে পারবে । তৃণমূলের শিক্ষাই হচ্ছে চৌর্য বৃত্তিই বড় বৃত্তি, এটাই শেখো ৷

রাজ্যে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার সমালোচনা করে তিনি বলেন,"স্বাস্থ্য সাথীর নাম করে বেসরকারি পুঁজির দরজা খুলে দেওয়া হয়েছে । সরকারের নৈতিক দায়িত্ব শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়া, এই দুই ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেসরকারি পুঁজির রমরমা হয়েছে। স্কুল নিয়োগ, পৌরনিয়োগ দুর্নীতি সামনে এসেছে । মেডিক্যাল কলেজে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিয়েছে । তার রিডিউ করার পর দেখা গেল তাঁদের নম্বর কমে গিয়েছে । তার মানে ঢালাও নম্বর দেওয়া হয়েছিল। এই নির্মল মাঝি ও তাঁর দলবল রাজ্যের মেডিক্যাল কলেজগুলির সর্বনাশ করে দিয়েছে ।"

আরও পড়ুন: পৌরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আপাতত কোনও স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

ABOUT THE AUTHOR

...view details