কলকাতা, 17 মে : আজ সকালে গ্রেপ্তার হয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ৷ এর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে ৷ দাবি জানিয়েছেন তাঁকেও গ্রেপ্তার করতে হবে ৷ এই ঘটনা প্রসঙ্গে কী বললেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ?
বিকাশ বক্তব্য-
কাউকে গ্রেপ্তার করতে হলে অধ্যক্ষকে জানাতে হয়, এমন কোনো আইন নেই ৷ তাঁদের বিরুদ্ধে তদন্ত হয়েছে হাইকোর্টের নির্দেশে ৷ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তাঁরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ৷ সুপ্রিম কোর্ট তাঁদের আবেদন খারিজ করেছে ৷ সুতরাং এই তদন্তটা হচ্ছে সর্বোচ্চ আদালতের নির্দেশে ৷ এখানে এই সমস্ত প্রশ্ন আসে না ৷
আরো পড়ুন : চেতলায় বিক্ষোভ ফিরহাদের অনুগামীদের
দ্বিতীয়ত, যারা অপরাধী, তারা অপরাধী, সে নেতা হোক বা মন্ত্রী হোক ৷ মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে গিয়ে বলছেন যে, তাঁকেও গ্রেপ্তার করতে হবে, তা হলে তিনি অপরাধ করছেন ৷ মুখ্যমন্ত্রী পদে থেকে এগুলো করা উচিত নয় ৷ পাড়ার দিদি হিসেবে করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রীর পদমর্যাদাকে অবমাননা করছেন তিনি ৷