পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bikash Ranjan pokes Mamata: মমতা নিজে মামলা লড়লে জেলযাত্রা নিশ্চিত: বিকাশ রঞ্জন - Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে গিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য । অন্যদিকে, আদালতে সওয়ালের ইচ্ছেপ্রকাশ করেছেন 'আইনজীবী' মমতাও । কিন্তু বিকাশের করা মামলাতেই যদি আত্মপক্ষ সমর্থনে সওয়াল করেন মমতা (Bikash Ranjan pokes Mamata Banerjee) ?

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 16, 2023, 9:33 PM IST

কলকাতা, 16 মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যসভায় সিপিআইএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য । মঙ্গলবার আলিপুর আদালতে ঋষি অরবিন্দ ঘোযের ১৫০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে মামলায় সওয়াল করার ইচ্ছাপ্রকাশ করেছেন । ঠিক তারপর মমতার বিরুদ্ধেই মামলা হওয়ার জনমানসে নানান গুঞ্জন শুরু হয়েছে ।

মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেই নিজের মামলার সওয়াল করেন তাহলে কী হবে ? জিততে পারবেন ? 34 বছরের বাম সরকারকে রাজ্য থেকে উৎখাত করা মমতা বন্দ্যোপাধ্যায় কী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পরাস্ত করতে পারবেন ? একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে নেট দুনিয়ায়, যার আঁচ এসে লেগেছে রাস্তাঘাটের আলোচনাতেও (Bikash Ranjan pokes Mamata Banerjee)।

এই সমস্ত প্রশ্নে উচ্ছসিত সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য । মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলায় নিজে সওয়াল করবেন সেই মামলায় তাঁর নিজের জয় নিশ্চিত দেখছেন । এমনকি, বিকাশবাবু নিজে সেই মামলায় সওয়াল না-করে তাঁর জুনিয়রদের দিয়ে সওয়াল করাতে পারেন । বৃহস্পতিবার সন্ধ্যায় ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে । প্রশ্ন করা হয়, "আপনি মমতার বিরুদ্ধে মামলা করেছেন । এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে নিজে সওয়াল করার ইচ্ছাপ্রকাশ করেছেন । মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার মামলা নিজে লড়ে ? কী বলবেন ?" প্রশ্ন শুনে হাসতে হাসতে বললেন, "ভালো হয় । বলুন না নিজের মামলা নিজে লড়তে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা লড়লে জেলযাত্রা কনফার্ম । কেউ আটকাতে পারবে না ।"

প্রসঙ্গত, গত মঙ্গলবার আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্যের একটি অংশ নিয়ে অভিযোগ জানান তিনি । একটি অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রধান বিচারপতি এখানে নেই । আমি সুব্রতদাকে (অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সুব্রত তালুকদার) বলছি, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না ।" বক্তব্যের এই অংশ-সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন বিকাশ ভট্টাচার্য ।

আরও পড়ুন: চাঁদের কলঙ্ক থাকতে পারে মমতার কোনও দাগ নেই, দুর্নীতি প্রসঙ্গে বললেন ফিরহাদ

ABOUT THE AUTHOR

...view details