কলকাতা, 21 জানুয়ারি : কালকের পর ফের আজ বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র হাজিরা দিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে । গতকালই বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে প্রায় সারে চার ঘণ্টা ধরে জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা । তবে গতকাল তাঁকে যে সকল প্রশ্ন করা হয়, তার বেশির ভাগই তিনি এড়িয়ে গিয়েছেন বলে সিবিআই সূত্রের খবর ।
ফলে এদিন বিকাশকে সকাল 11 টার মধ্যে হাজিরা দিতে বলা হয় । সেই মতো তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ৷ তাঁকে জেরা শুরু করেন তদন্তকারীরা । সিবিআই সূত্রে খবর, বিনয় মিশ্রকে সরাসরি ভাবে টাকা লেনদেনের মাধ্যমে সাহায্য করতেন তাঁর ভাই বিকাশ মিশ্র । পাশাপাশি রাজ্যের একাধিক জায়গা থেকে কয়লা পাচারকাণ্ডের টাকা এই বিকাশের মাধ্যমেই পাচার করা হত বলে জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।