কলকাতা, 24 এপ্রিল: পূর্ববির্ধারিত কর্মসূচির একদিন আগেই রাজ্যে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ আগে ঠিক ছিল মঙ্গলবার দুপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতীশের বৈঠক হবে। কিন্তু রবিবার রাতের দিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে একদিন আগে অর্থাৎ আজ সোমবারই দুই নেতা মুখোমুখি হচ্ছেন ৷
বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনার কাজ শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার ৷ সেই মোতাবেক দেশের বিভিন্ন প্রান্তে থাকা অ-বিজেপি মনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরেছেন ৷ কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সঙ্গে ৷ এবার কলকাতায় এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন নীতীশ ৷
জেডিইউ আগেই স্পষ্ট করে দিয়েছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের ভিত্তি তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য়েই বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে কথা বলছেন নীতীশ ৷ এর আগে কংগ্রেসের সঙ্গে নীতীশ কুমারের বৈঠকের পর রাহুল গান্ধি বলেছিলেন, "বিরোধী ঐক্য এবং আদর্শগত লড়াইয়ের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ।" পাশাপাশি খাড়গের সঙ্গে জেডিইউ এবং আরজেডি নেতাদের পাশেই নিজের একটি ছবিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করে রাহুল লিখেছিলেন "একসঙ্গে দাঁড়িয়ে আছি, ভারতের জন্য একসঙ্গে লড়াই করব"।