পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জ্যোতি বসুর নামাঙ্কিত রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তরে থাকছেন না নীতীশ-পিনারাই-অধীর - Research Centre

CPM programme in Kolkata: আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস ৷ এদিন নিউটাউনে জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা রয়েছে ৷ রয়েছে একটি আলোচনাসভাও ৷ তবে এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন না বিহার ও কেরলের মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat
জ্যোতি বসুর নামাঙ্কিত রিসার্চ সেন্টারের উদ্বোধন

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 10:08 AM IST

কলকাতা, 17 জানুয়ারি: রাজ্যে সিপিএমের একটি অনুষ্ঠানে যোগদানের কথা ছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ৷ তবে তা হচ্ছে না ৷ কথা ছিল, দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে থাকবেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য বামফ্রন্ট সভাপতি বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহ সেলিম ৷ শেষ পর্যন্ত সে ছবি ধরা পড়বে না ৷ এমনকী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অতিথি হিসেবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল ৷ কিন্তু তিনিও আসছেন না ৷

আজ 17 জানুয়ারি, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 13তম মৃত্য়ুবার্ষিকী ৷ বুধবার নিউটাউনে জ্যোতি বসু রিসার্চ সেন্টারের উদ্বোধন হওয়ার কথা ৷ এরপর 'ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ' শীর্ষক একটি আলোচনা সভা হবে ৷ এই দু'টি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল নীতীশ কুমার এবং পিনারাই বিজয়নকে ৷

এদিকে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরলে গিয়েছেন ৷ তাই মুখ্যমন্ত্রী বিজয়ন কলকাতায় আসতে পারছেন না বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অসুস্থতার কথা জানিয়েছেন ৷ সিপিএম সূত্রের খবর, গতকাল সন্ধ্যা পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রীর অফিসের সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটের যে কথা হয়েছে, তাতে রাতেই আভাস পাওয়া গিয়েছিল যে, তিনি আসতে পারছেন না ৷ এই পরিস্থিতিতে কর্মসূচিতে বদল করতে বাধ্য হল সিপিএম ৷

এদিন দেশের 'ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষা চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখবেন সীতারাম ইয়েচুরি ৷ নীতীশ কুমারের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন, এমনটাই কথা ছিল ৷ তবে তাঁর অনুপস্থিতিতে এই কাজটিও করবেন সীতারাম ইয়েচুরি ৷

2010 সালে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল হিডকো ৷ কিন্তু, 2011 সালে রাজ্যে পালাবদলের পর আটকে যায় জমি হস্তান্তর প্রক্রিয়া ৷ এনিয়ে সিপিএমের তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার অনুরোধ করা হয় ৷ বহু টালবাহানার পর জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে বরাদ্দ পাঁচ একর জমি হস্তান্তর করে রাজ্য সরকার ৷ প্রবীণ বাম নেতা রবীন দেবের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন:

  1. দলের আন্দোলন নিয়ে মালদায় আত্মসমালোচনা বিমান বসুর গলায়
  2. কী ভাবছে ভবিষ্যত প্রজন্ম ? জানতে ডিওয়াইএফআই'য়ের ব্রিগেডে একসঙ্গে নবীন-প্রবীণ
  3. তারুণ্যের ব্রিগেড ডিভিডেন্ড ভোট বাক্সে আদৌ প্রতিফলিত হবে তো ?

ABOUT THE AUTHOR

...view details