পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Stands by Transgenders: রূপান্তরকামীদের অধিকার রক্ষায় বড় পদক্ষেপ রাজ্যের - Mamata Banerjee

ট্রান্সজেন্ডারদের (Bengal Stands by Transgenders) অধিকার রক্ষায় বড় পদক্ষেপ করল রাজ্য মন্ত্রিসভা (Bengal Cabinet)৷ এ বার থেকে সাধারণ নাগরিকদের মতোই সব অধিকার পাবেন তাঁরা (Rights of Transgenders)৷

big-steps-taken-by-bengal-govt-to-protect-rights-of-transgenders
রূপান্তরকামীদের অধিকার রক্ষায় বড় পদক্ষেপ রাজ্যের

By

Published : Nov 25, 2022, 6:40 PM IST

Updated : Nov 25, 2022, 7:50 PM IST

কলকাতা, 25 নভেম্বর:রূপান্তরকামীদের (Bengal Stands by Transgenders) অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার । এ বার থেকে সাধারণ নাগরিকদের মতোই সমস্ত অধিকার পাবেন তৃতীয় লিঙ্গের মানুষেরা (Rights of Transgenders)। কেন্দ্রীয় সরকারের 2019 সালের আইন অনুযায়ী এ বার রাজ্য সরকারের তরফ থেকে বিধি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ রাজ্য মন্ত্রিসভায় (Bengal Cabinet) এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ।

এরপর থেকে সাধারণ নাগরিকের মতো সমস্ত ক্ষেত্রেই সমান অধিকার পাবেন রূপান্তরকামীরা । শিক্ষা এবং চাকরির ক্ষেত্রেও তাঁরা সাধারণ নাগরিকের মতোই সুযোগ সুবিধা পাবেন । শুক্রবার রাজ্য বিধানসভায় এ কথা জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি জানান, "রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক । তিনি ট্রান্সজেন্ডারদেরও সম মর্যাদা দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন ।" তিনি বলেন, "2019 সালে দেশের সংসদে ট্রান্সজেন্ডারদের নিয়ে যে আইন পাশ হয়েছিল, এ দিন মন্ত্রিসভায় তা নিয়ে বিধি প্রণয়ন করার ক্ষমতা দফতরকে দেওয়া হল । এর ফলে ট্রান্সজেন্ডারদের অধিকার সুরক্ষিত হল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সবার কথা ভাবেন । ট্রানজেন্ডারদের অধিকারও যাতে সুরক্ষিত হয়, সে জন্যই তিনি এই পদক্ষেপ করলেন । এর ফলে চাকরি থেকে শুরু করে শিক্ষা সর্বত্রই ট্রান্সজেন্ডাররা উপকৃত হবেন ।"

আরও পড়ুন:বিমানচালকের হরমোন থেরাপি ! স্বপ্ন অধরাই ভারতের প্রথম রূপান্তরকামী পাইলট অ্যাডামের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পদক্ষেপের ফলে খুশি । তাঁর মতে, এ দিন মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা রূপান্তরকামীদের জন্য একটা বড় পদক্ষেপ । এ বার থেকে চাকরির ক্ষেত্রে বড় সুবিধা পাবেন তাঁরা ।

Last Updated : Nov 25, 2022, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details