বিধাননগর, 15 মার্চ: বীক্ষণ এবং অণুবীক্ষণ নতুন দু’টি মোবাইল অ্যাপের সূচনা করল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম (Two New Mobile App) । বুধবার সল্টলেকে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম ভবনে এই দুটি মোবাইল অ্যাপের দুটির সূচনা করেবন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব এস.সুরেশ কুমার ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সিএমডি ডক্টর. পিবি সালিম ।
বীক্ষণ মোবাইল অ্যাপের মাধ্যমে দেউচা, পাচামি, দিওয়ানগঞ্জ, হরিণশিঙা কয়লা খনি অঞ্চলে পুনর্বাসন এবং পুনঃস্থাপন বিষয়ে সমীক্ষা করা হবে । আর অণুবীক্ষণ মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে প্ল্যান ইনফমেশন ৷ যেখানে বিদ্যুৎ উন্নয়ন নিগমের 5টি উৎপাদন কেন্দ্রগুলির উৎপাদন প্রণালী সম্পর্কিত তথ্যাদি প্রতিমুহূর্তে পাওয়া যাবে । এই অ্যাপের মাধ্যমেই বিদ্যুৎ দফতরের অফিসারদের কাছে বাড়ি, গাছ আছে সংশ্লিষ্ট জায়গায় সেই সম্পর্কিত সমস্ত তথ্য থাকবে । যাতে জমিদাতারা ঠিক মত ক্ষতিপূরণ পায় সেই সম্পর্কিত তথ্য জানা যাবে ৷
অপর একটি মোবাইল অ্যাপ অণুবীক্ষণ ৷ রাজ্যের 17টি প্ল্যান্ট আছে 5টি জায়গায় ৷ কোথায় কি কাজ হচ্ছে তা জানার জন্য অণুবীক্ষণ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে । যখন প্ল্যান্টে কয়লা আসে তারপর থেকে বিদ্যুৎ তৈরি হওয়া পর্যন্ত সমস্ত কিছু জানা যাবে অণুবীক্ষণ মোবাইল অ্যাপের মাধ্যমে । এই অ্যাপ দু’টি চালু হওয়ায় আর তথ্য সংগ্রহের ক্ষেত্রেও আর কোনও সমস্যা হবে না ৷
আরও পড়ুন:'সুপার ইমার্জেন্সি চলছে' ! নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বললেন ব্রাত্য বসু
এই প্রসঙ্গেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এ রাজ্যে কোনও পাওয়ার কাট হয়নি । ব্যান্ডেল, কোলাঘাট, সাগরদিঘিতে কোথায় কি হচ্ছে সব জানা যাবে এই অ্যাপগুলির মাধ্যমে । মনিটরিং করা যাবে বীক্ষণ মোবাইল অ্যাপের মাধ্যমে । জমিদাতাদের পরিবারের একজনকে রাজ্য সরকারের গ্রুপ ডি এবং কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ৷
প্রসঙ্গত, দেউচা-পাচামি কয়লা খনির পুনর্বাসনে ইচ্ছুক জমিদাতাদের বিষয় নিয়ে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 2021 সালের 16 নভেম্বর ৷ প্রায় 3400 একর জমি জুড়ে কয়লা খনি রয়েছে । ক্ষতিপূরণ এবং পুনর্বাসন সংক্রান্ত সুবিধার্থে জমির দাম (39 লক্ষ টাকা প্রতি একর) উল্লেখিত আছে এই প্যাকেজে । ইচ্ছুক জমির মালিকদের কাছ থেকেই জমি গ্রহণ পক্রিয়া চলছে ৷ জমিদাতাদের পরিবার পিছু একজন করে সরকারি চাকরি পাচ্ছেন বলে বিদ্যুৎ দফতর সূত্রে খবর । এই সমস্ত বিষয়গুলোকে সুষ্ঠুভাবে করার জন্য বীক্ষণ ও অনুবিক্ষণ অ্যাপদুটি তৈরি করেছে ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড(WBPDCL)এর তথ্য প্রযুক্তি বিভাগ ৷