পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bank Fraudulent in Dum Dum : ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বিশ্বাস করে 37 লক্ষ টাকা খোয়ালেন প্রৌঢ় - দমদমের বাসিন্দা প্রদীপ কুমার চট্টোপাধ্যায়

প্রৌঢ় দম্পতির কোনও সন্তান নেই ৷ ব্যাঙ্ক ম্যানেজারকে বিশ্বাস করে নিজের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য এবং টাকাও দিয়েছিলেন ৷ সেই সুযোগে প্রৌঢ়ের 37 লক্ষ টাকা লোপাট করল ব্যাঙ্ক ম্যানেজার (Bank Fraudulent in Dum Dum) ৷

Bank Manager forfeited Senior Citizen money
ব্যাঙ্ক প্রতারণায় টাকা খোয়ালেন প্রৌঢ়

By

Published : Apr 19, 2022, 1:45 PM IST

দমদম, 19 এপ্রিল :ব্যাঙ্কেরঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে ভরসা করে লক্ষাধিক টাকা খোয়া গেল বৃদ্ধের । ম্যানেজারকে গ্রেফতার করে জেরা করার পর আরও এক মহিলাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Police arrests Dum Dum resident women accused of Bank Fraudulent) ।

পুলিশ সূত্রে খবর, 2021-এ দমদমের বাসিন্দা প্রদীপ কুমার চট্টোপাধ্যায় (79) বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন । তিনি জানান, তাঁর সঙ্গে একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শুভঙ্কর পান্ডের সঙ্গে পরিচয় হয় । নিঃসন্তান হওয়ায় ব্যাঙ্ক ম্যানেজারকে নিজের ছেলের মতন ভালবেসে ফেলেছিলেন প্রদীপবাবু ।

এই পরিস্থিতিতে বৃদ্ধ ওই ব্যাঙ্কে জমানো টাকা তাঁর স্ত্রীয়ের নামে রাখার আগ্রহ প্রকাশ করেন । সেই সময় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শুভঙ্কর তাঁকে ওই ব্যাঙ্কে বৃদ্ধের স্ত্রী জোৎস্না চট্টোপাধ্যায়ের নামে টাকাটি ফিক্সড ডিপোজিট করার প্রস্তাব দেয় । সেই অনুযায়ী বৃদ্ধ নিজের অ্যাকাউন্টের সব তথ্য ব্যাঙ্ক ম্যানেজার শুভঙ্করকে দেন ৷ পাশাপাশি ফিক্সড ডিপোজিট করতে 37 লক্ষ টাকাও ম্যানেজারের হাতে তুলে দেন প্রৌঢ় প্রদীপ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : CBI books Amrapali Smart City Developers : 472 কোটির ব্যাঙ্ক জালিয়াতি, আম্রপালি ডেভেলপারসের তিন ডিরেক্টর গ্রেফতার

এর বেশ কয়েক বছর পর প্রদীপ চট্টোপাধ্যায় ব্যাঙ্কে গিয়ে তাঁর টাকার পরিমাণ কতটা বেড়েছে, তা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন তাঁর স্ত্রীর নামে কোনও ফিক্সড ডিপোজিট-ই নেই । এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি । তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানা অভিযুক্ত ম্যানেজার শুভঙ্কর পাণ্ডেকে গ্রেফতার করে। তাঁকে জেরা করে পুলিশ জানতে পারে, প্রৌঢ়ের থেকে নেওয়া টাকা তিনি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন ।

এরপর সেই অ্যাকাউন্ট হোল্ডার উত্তর দমদমের বাসিন্দা সিক্তা বিশ্বাসকে তলব করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । তবে বারংবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর শেষে গতকাল রাতে তার বাড়িতে হানা দেয় পুলিশ । সেখান থেকেই অন্যতম অভিযুক্ত সিক্তা বিশ্বাসকে গ্রেফতার করা হয় । তার কাছ থেকে একটি মোবাইল ফোন পেয়েছে পুলিশ ।

আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে । পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সিক্তা বিশ্বাসকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তদন্ত করে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details