পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IPL Betting in Vedic Village : বৈদিক ভিলেজে আইপিএলের বেটিং চক্র, গ্রেফতার 13 অভিযুক্ত - বৈদিক ভিলেজে আইপিএলের বেটিং চক্র

আইপিএল বেটিং চক্রের পর্দা ফাঁস করল রাজারহাট থানার পুলিশ ৷ গ্রেফতার করেছে 13 অভিযুক্তকে (IPL Betting in Vedic Village)৷

IPL Betting in Vedic Village
বৈদিক ভিলেজে আইপিএলের বেটিং চক্র, গ্রেফতার 13 অভিযুক্ত

By

Published : May 17, 2022, 5:45 PM IST

রাজারহাট, 17 মে: আইপিএল বেটিং চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 13 অভিযুক্তকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ ৷ ধৃতদের মধ্যে অধিকাংশই ভিনরাজ্যের বাসিন্দা (IPL Betting in Vedic Village) ৷

পুলিশ সূত্রে খবর, বৈদিক ভিলেজ থেকে সোমবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ বৈদিক ভিলেজে অভিযান চালায় ৷ বৈদিক ভিলেজ একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অনলাইনের মাধ্যমে এই বেটিং চক্র চালাত তারা ৷ গতকাল রাতে বেটিং চলাকালীনই পুলিশ হানা দেয় ওই ফ্ল্যাটে ৷ তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 28টি মোবাইল ফোন, 4টি ল্যাপটপ ও এছাড়া বেশকিছু ক্যালকুলেটর ৷

আরও পড়ুন :Lakshya on Thomas Cup Victory : বিশ্বাস ছিল যে কোনও দলকে হারাতে পারি : লক্ষ্য

অভিযুক্তদের মধ্যে অধিকাংশ ভিন রাজ্যের বাসিন্দা ৷ তবে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার কয়েকজনও রয়েছে ৷ ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক কোনও বেটিং চক্রের যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details