পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bank Fraud: আবারও সক্রিয় জামতারা গ্যাং! ব্যাংক কর্মী পরিচয় দিয়ে 2 লাখ টাকা লুঠ - Bidhannagar Cyber Crime Police

ওয়াসিম আনসারি নামে জামতারা গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পান্ডার খোঁজ শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ (One Member of Jamtara Gang Arrested)।

Bank Fraud
অ্যাপের মাধ্যমে ব্যাংক-কর্মীর টাকা উধাও

By

Published : Sep 2, 2022, 9:52 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: আবারও সক্রিয় জামতারা গ্যাং! সাইবার অপরাধে যুক্ত থাকার অভিযোগে জামতারা গ্যাংয়ের সদস্য ওয়াসিম আনসারিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (One Member of Jamtara Gang Arrested) ।

পুলিশ সূত্রে খবর, সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে জানান, তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে । ব্যাংক কর্মী পরিচয় দিয়ে কেউ একজন তাঁর সঙ্গে কথা বলে । মোবাইল ব্যাংকিং অ্যাপের অসুবিধার কথা জানালে ফোনের ওপারে থাকা ব্যক্তি একটি সফটওয়্যারের লিংক পাঠিয়ে ডাউনলোড করতে বলেন । ডাউনলোড শেষ হওয়ার পরই তিনি জানতে পারেন তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে ।

অ্যাপের মাধ্যমে ব্যাংক-কর্মীর টাকা উধাও

আরও পড়ুন:অপরাধের ধরন বদলাচ্ছে জামতাড়া গ্যাং, চিন্তায় গোয়েন্দারা

অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ ৷ এরপরই পুলিশের সন্দেহ যায় জামতারা গ্যাংয়ের দিকে । অভিযুক্ত ওয়াসিম আনসারির অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছিল বলে পুলিশ সূত্রে খবর । তাকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করে সাইবার ক্রাইম থানার পুলিশ । তবে সে থানায় না এসে আদালতে জামিনের আবেদন জানায় 31 তারিখ । এরপরই তাঁকে গ্রেফতার করা হয় । জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।

এর আগে জুন মাসে শেক্সপিয়ার সরণি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে চারজন যুবককে গ্রেফতার করেছিল পুলিশ । হাজারখানেক সিম কার্ডের পাশাপাশি ধৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির পরিচয়পত্র উদ্ধার হয় । অনুমান, একাধিক ব্যক্তির কাছ থেকে তাদের পরিচয়পত্র হাতিয়ে নিয়ে সেগুলো দেখিয়ে মোবাইল সিম কার্ড কিনে ব্যাংক জালিয়াতি করত অভিযুক্তরা ।

আরও পড়ুন:জামতারা গ্য়াংয়ের ধাঁচে ব্যাঙ্ক প্রতারণা ! পুলিশের জালে শেখ বিনোদ

এছাড়া, গত 13 জানুয়ারি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের কাছে একটি উড়ো টেলিফোন আসে । ফোনের ওপার থেকে নিজেদের ব্যাংককর্মী বলে পরিচিয় দেয় দুষ্কৃতীরা । কথার ছলে ওই অধ্যাপকের ব্যাংক সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেয় গ্যাংয়ের সদস্যরা । এরপর একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করতে বলা হয় অধ্যাপককে । ওই অ্যাপ ডাউনলোড করার পর একটি ওটিপি আসে অধ্যাপকের মোবাইলে । সেই ওটিপি ফোনে বলে দিতেইমুহূর্তের মধ্যে 3 লক্ষ 60 হাজার টাকা ওই অধ্যাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয় দুষ্কৃতীরা ।

ABOUT THE AUTHOR

...view details