পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহারে বিবেক দুবে - alipurduar

আজ কোচবিহারে গেলেন বিবেক দুবে। তিনি নির্বানের প্রাককালে শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখবেন। তার সঙ্গে দেবেন প্রয়োজনীয় পরামর্শ।

বিবেক দুবে

By

Published : Apr 10, 2019, 12:17 PM IST

Updated : Apr 10, 2019, 12:36 PM IST

কলকাতা, ১০ এপ্রিল : রাত পোহালেই ভোট। আগামীকাল প্রথম দফার নির্বাচন। এই দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে দুটি কেন্দ্রে কোচবিহার ও আলিপুরদুয়ার। এর মধ্যে কোচবিহারে শান্তিপূর্ণ ভোট করা নিয়ে কিছুটা হলেও চিন্তায় নির্বাচন কমিশন। কারণ, গত পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা আর বর্তমানের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। সেই সূত্রেই, আজ সকালে কোচবিহারে গেলেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তিনি খতিয়ে দেখবেন শেষ মুহূর্তে সুরক্ষা পরিস্থিতি। দেবেন প্রয়োজনীয় পরামর্শ।


কমিশন পাওয়া সূত্রে খবর, শেষ মুহূর্তের হিসেব বলছে আগামীকাল আলিপুরদুয়ার এবং কোচবিহারে ২৫৭০টি প্রেমিসেসে নেওয়া হবে ভোট। তবে, এই হিসেব কিছুটা হলেও রদবদল হতে পারে। আলিপুরদুয়ারে এবার নির্বাচনের আগে তেমন কোনও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়নি। কমিশনের কাছেও এসেছে নামমাত্র অভিযোগ। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের যে অংশটি জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে সেই অংশ থেকেও তেমন কোনও অভিযোগ আসেনি। কিন্তু, কোচবিহারে শান্তিপূর্ণ ভোট পরিচালনা করা কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ। এই জেলায় রয়েছে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্ত। অসম সীমানা লাগোয়া কোচবিহারে অতীতে ভোটে ঘটেছে বেশ কিছু অশান্তির ঘটনা। শেষ পঞ্চায়েত নির্বাচনেও নমনি অসম লাগোয়া কোচবিহারে ঝরেছে রক্ত। আবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া সিতাই, দিনহাটা বরারবই রাজনৈতিক দিক থেকে স্পর্শকাতর।

বিশেষ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্টে উঠেছে এই সব তথ্যই। সেই সূত্রেই তাঁর এই কোচবিহার যাত্রা। আজ তিনি পুলিশ পর্যবেক্ষক এবং সদ্য নিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করতে পারেন।

Last Updated : Apr 10, 2019, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details