কলকাতা, 16 ডিসেম্বর: আগামী 24 ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে ৷ সেই অনুষ্ঠানের আগে আজ শনিবার ব্রিগেডে হয়ে গেল বাস্তু ও ভূমি পুজো ৷ সেই সঙ্গে শুরু হয়ে গেল 24 ডিসেম্বরের সনাতন ধর্মের এই মেগা কর্মসূচির প্রস্তুতি ৷ পুজো শেষ হওয়ার পরেই গীতা পাঠের মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে ৷
এ দিন সনাতন সংস্কৃতি সংসদ, অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ এবং মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম-সহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক সংগঠন ভূমি ও বাস্তু পুজোর আয়োজন করে ৷ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে গীতা পাঠের মঞ্চ বাঁধা হবে, সেখানেই আজ বাস্তু ও ভূমি পুজো করা হয় ৷ সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুসন্তরা প্রথমে বাবুঘাটে গিয়ে গঙ্গাবরণ করেন ৷ তারপর সেখান থেকে শোভাযাত্রা করে গঙ্গাজল নিয়ে আসেন ব্রিগেডে ৷
এই পুজোয় দেশের বিভিন্ন পবিত্র ধর্মীয় স্থানের মাটি ব্যবহার করা হয়েছে ৷ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কুরুক্ষেত্রের মাটি ৷ আজ কুরুক্ষেত্র-সহ বাকি পুণ্যস্থান থেকে আসা মাটি নিয়ে বাবুঘাট থেকে শোভাযাত্রা করে সাধু-সন্তরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে পৌঁছন ৷ তাঁরা জানিয়েছেন, কুরুক্ষেত্রের ঠিক যেই স্থানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাপাঠ করে শুনিয়েছিলেন বলে চিহ্নিত রয়েছে, সেই স্থানের মাটি নিয়ে আসা হয়েছে ব্রিগেডের বাস্তু ও ভূমি পুজোর জন্য ৷