পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে 500 পরিবারে ভরণপোষণের দায়িত্ব নিলেন ভক্তিপদ মুদি

চরম দরিদ্রতার মধ্যে দিয়ে বেড়ে ওঠেন । নিজেকে প্রতিষ্ঠিত করেন । তাই জানেন দরিদ্রতার আসল রূপটা । আর তাই লকডাউনের সময় দুস্থদের জন্য সাহায্য নিয়ে এগিয়ে এলেন ফুলবাগানের ভক্তিপদ মুদি ।

Lockdown
ত্রাণ তুলে দেওয়া হচ্ছে

By

Published : Apr 4, 2020, 4:18 PM IST

কলকাতা, 4 এপ্রিল : তাঁর না কোনও রাজনৈতিক পরিচিতি আছে । না কোনও বড় কম্পানির মালিক । তাঁর মাথার উপর কোনও গড ফাদারের হাত নেই । পাড়ায় তাঁর একটাই পরিচিতি । তিনি মুদি দোকানদার । কিন্তু তারপরও এই লকডাউনের সময় দুস্থ মানুষের জন্য তিনি যা করলেন তাতে মানুষের মনে অনেকখানি জায়গা করে নিলেন । অন্তন তেমনটাই বলছে পাড়ার লোকেরা ।

ফুলবাগানের চণ্ডীতলার মাতৃভাণ্ডার মুদির দোকানদার ভক্তিপদ দাস । ছোটোবেলায় বাবা-মাকে হারান । তাই তখন থেকেই লড়াই, চরম দারিদ্রের মধ্যে দিয়ে বেড়ে ওঠেন । নিজেকে প্রতিষ্ঠিত করেন । তাই জানেন, দারিদ্রের আসল রূপটা । আর তাই লকডাউনের সময় দুস্থদের জন্য সাহায্য নিয়ে এগিয়ে এলেন তিনি । নিজের কাঁধে দায়িত্ব নিয়ে আজ রিকশা চালক থেকে শুরু করে দিনমজুর, দুস্থদের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু, আটা, নুন, সাবান । এই সবকিছুই তিনি সরকারি নির্দেশিকা মেনেই করেন । দুস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সময় যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকেও খেয়াল রাখেন ভক্তিপদ ।

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণের ব্যবস্থা ভক্তিপদের

তাঁর এই উদ্যোগ শুধু আজকের জন্য নয় । যতদিন এই লকডাউন চলবে ততদিন পর্যন্ত এলাকার 500 টি পরিবারের 1970 জনের খাদ্যসামগ্রী সরবরাহ করবেন তিনি । আসলে নামের মতো তাঁর মানুষের প্রতিও যে ভক্তি রয়েছে তাই প্রমাণ হল আজ ।

ABOUT THE AUTHOR

...view details