কলকাতা, 28 সেপ্টেম্বর: ভবানীপুর (Bhabanipur Bypoll) কেন্দ্রে অশান্তি ছড়ানোর অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করল কলকাতা পুলিশ (Kolkata Police) । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) গতকাল ভবানীপুরে প্রচারে গেলে উত্তেজনার পরিবেশ তৈরি হয় ৷ তারই জেরে স্বতঃপ্রণোদিত মামলা (Suo Moto Case) করেছে পুলিশ ৷
কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া জানান, ভবানীপুর থানায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের দ্বারা একটি সুয়ো মোটো বা স্বতঃপ্রণোদিত মামলা শুরু হয়েছে । লালবাজার সূত্রে খবর, ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ, করোনা বিধিকে উপেক্ষা করা, বল প্রয়োগ করা, মহিলাদের গায়ে হাত দেওয়া, তাঁদের উদ্দেশে অশ্লীল কথাবার্তা বলা সহ একাধিক অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে । তদন্তে নেমে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থল সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা করছে ।
আরও পড়ুন:Bhabanipur : ভবানীপুরে বিজেপির প্রচারে উত্তেজনা, দিলীপ ঘোষকে হেনস্থার অভিযোগ