কলকাতা, 13 সেপ্টেম্বর : উপনির্বাচনে ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার দিনই ভাইকে হারালেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) ৷ গুরুতর অসুস্থ অবস্থায় তাঁর ভাই পীযূষ শর্মা হায়দরাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন ৷ আজই মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 36 বছর ৷ অকালে ভাইকে হারিয়ে ভেঙে পড়েছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী ৷ আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই লড়াইয়ের ফলাফল কী হবে ভবিষ্যতই বলবে ৷ কিন্তু তার আগেই ভাইকে হারালেন প্রিয়াঙ্কা ৷
জানা গিয়েছে, লিভারের সমস্যায় ভুগছিলেন প্রিয়াঙ্কার ভাই ৷ অসুস্থ অবস্থায় হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ সম্প্রতি লিভার প্রতিস্থাপন করিয়েছিলেন । কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি ৷ আজ হায়দরাবাদের ওই হাসপাতালেই মৃত্যু হয় পীযূষের ৷ সংবাদমাধ্যমকে এই কথা জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "আমরা শোকস্তব্ধ । প্রিয়াঙ্কা টিবরেওয়ালের শোকসন্তপ্ত পরিবারের পাশে সমগ্র বিজেপি পরিবার রয়েছে । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।"