পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: নন্দীগ্রামে প্রচুর ছাপ্পা হয়েছে, ভবানীপুরের কর্মিসভায় তোপ মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়\

নন্দীগ্রামে (Nandigram) ব্যাপক রিগিং করেছে বিজেপি ৷ ভবানীপুরের উপনির্বাচনের (Bhabanipore By-election) আগে প্রথম কর্মিসভায় অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ ভোটে আটকাতে তাঁর উপরে হামলা চালানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি ৷

bhabanipore-by-election-mamata-banerjee-alleges-rigging-in-nandigram
নন্দীগ্রামে প্রচুর ছাপ্পা হয়েছে, ভবানীপুরের কর্মিসভায় তোপ মমতার

By

Published : Sep 8, 2021, 6:58 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর :নন্দীগ্রামে বহু বুথে ভোট করতে দেয়নি বিজেপি ৷ প্রচুর ছাপ্পা হয়েছে ৷ ভবানীপুরের উপনির্বাচনের (Bhabanipore By-election) আগে প্রথম কর্মিসভায় এমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বিষয়টি বিচারাধীন থাকায় বিশেষ কিছু বলতে চান না বলে জানালেও মমতার দাবি, "আমার কাছে প্রমাণ ছিল বলেই আদালতে আমার আবেদন গ্রহণ করা হয়েছে ৷" তবে ভবানীপুরে কোনওরকম প্ররোচনায় পা না-গিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করার ডাক দিয়েছেন নেত্রী ৷

বুধবার ভবানীপুরের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটে কারচুপির অভিযোগে সরব হন ৷ তাঁর অভিযোগ, "নন্দীগ্রামে চক্রান্ত করে আমার উপর হামলা চালানো হয়েছিল । অনেক চক্রান্ত করেছিল । ভিভিপ্যাট গোনা হয়নি ৷ তা সত্ত্বেও আমরা 2016-র তুলনায় 4টে আসন বেশি পেয়েছি ।" তবে আবার নিজের কেন্দ্র ভবানীপুরে লড়তে পারায় তিনি যে যারপরনাই খুশি তা স্পষ্ট করে দিয়েছেন মমতা ৷ তিনি বলেছেন, "ষড়যন্ত্রের কারণে আমাকে আবার এখানে লড়তে হচ্ছে ৷ তবে আমি খুশি হয়েছি, ভবানীপুরে আবার নিজের ঘরে ফিরে আসতে পেরে আমি কৃতজ্ঞ ৷ এটা চ্যালেঞ্জের ভোট ৷ আগামী 24-এর দিকে তাকিয়ে এটা বড় খেলা ৷ এরপরের ভোটগুলিতেও আমাদের জিততে হবে ৷ সে জন্য এই ভোটটা খুবই গুরুত্বপূর্ণ ৷"

আরও পড়ুন:Dilip-Mamata : মমতা বাঘ, সিংহ না ছাগল নন্দীগ্রামে প্রমাণ হয়ে গিয়েছে ; বেফাঁস দিলীপ

আত্মতুষ্টিতে না-ভুগে কর্মীদের জোরকদমে ভোটের প্রচার চালানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ভোট শান্তিপূর্ণ করার জন্যও কর্মীদের কাছে আবেদন জানিয়েছেন তিনি ৷ কোথাও কোনও অশান্তি না-করে, মাথা ঠান্ডা রাখার বার্তা দিয়েছেন ৷ তাঁর কথায়, "ভবানীপুর দু'বার জিতেছি । 2011 ও 2016 তে । এ ছাড়া ছ'টা লোকসভাতেও আমি দাঁড়িয়ে জিতেছি । তার মধ্যে অনেকগুলোই এই কেন্দ্রের মধ্যে পড়ে ।" ভবানীপুরে ভোটের হার বাড়ানোর দিকেও জোর দিতে বলেছেন নেত্রী ৷ তিনি বলেন, "সবাইকে ডোর টু ডোর যেতে হবে । ভবানীপুরে আমি দেখেছি বেশি ভোট পড়ে না । 40-42 শতাংশই ভোট পড়ে ৷ একশো শতাংশ ভোট করতে হবে ।"

আরও পড়ুন:Mamata Modi: ছাত্ররা নিষিদ্ধ, কোভ্যাকসিন নিয়ে মোদি কীভাবে আমেরিকা যাচ্ছেন ? প্রশ্ন মমতার

আগামীদিনে শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহ বিধানসভার উপনির্বাচনে লড়বেন বলে এ দিন ঘোষণা করেন মমতা ৷ তিনি বলেছেন, "আমি শোভনদেবদাকে ধন্যবাদ জানাই । আগামী দিনে তিনি খড়দহ থেকে লড়াই করবেন । শোভনদা মন্ত্রী থাকবেন । আমার জন্য তিনি ইস্তফা দিয়েছেন । আমি তো সুব্রতদাকে বলেছিলাম, আমাকে ছেড়ে দিন না । বলেছিলাম, চেয়ারম্যান আছি তো । অন্য কেউ করুক । আমি তো আছি । সবটাই দেখব । ওয়ান ম্যান ওয়ান পোস্ট তো আমার জন্যও প্রযোজ্য । কিন্তু ওরা ছাড়ল না ।"

আরও পড়ুন:Mamata Banerjee: নন্দীগ্রামে প্রচুর ছাপ্পা হয়েছে, ভবানীপুরের কর্মিসভায় তোপ মমতার

দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করা নিয়ে তাঁর বিরুদ্ধে বিজেপি অভিযোগ জানিয়েছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর মতে, পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় করতেই তিনি উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে গিয়েছিলেন ৷ আর মুখ্যসচিব ঘোষণা করতেই পারেন ৷ কোনও নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়নি ৷ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, "ওরা জানে না ওরা যদি বাঘ হয়, আমি বুনো ওল । আমি কিছু বলব কেন ? সিএস বলেছেন । সিএস তো বলতেই পারেন । ওরা মহামূর্খ । শুধু বলে ইয়ে তো দুর্গাপূজা নেহি করনে দেতা হ্যায় । আর পুজো কমিটিকে সাহায্য করলেই তখন বলবে কেন করলাম?" সবাইকে কোভিডবিধি মেনে ভোটপ্রক্রিয়ায় অংশ নেওয়ার আবেদন করেছেন তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন:Uttar Pradesh BJP : নজরে উত্তরপ্রদেশ, ভোটের আগে যোগী রাজ্যের সংগঠনে ব্যাপক রদবদল বিজেপির

ABOUT THE AUTHOR

...view details