কলকাতা, 20 এপ্রিল: বাংলা নিজস্ব সংস্কৃতির স্বকীয়তায় বরাবরই ভাস্বর । দেশের সাংস্কৃতিক রাজধানী এমনিতেই তাঁর বিভিন্ন বহুমাত্রিক কর্মকাণ্ডের জন্য দেশের মানুষের কাছে প্রশংসিত । বুধবার দেশ ও বিদেশের শিল্পপতি এবং বাণিজ্য মহলের কাছে বাংলাকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (promotional video for BGBS 2022)। তার আগে একটি প্রোমোশনাল ভিডিয়োয় তারই আভাস দিল রাজ্য সরকার ৷ পাহাড় থেকে জঙ্গল - রূপসী বাংলার নানাবিধ চিত্র তুলে ধরা হয়েছে অতিথিদের সামনে (BGBS 2022)৷
সেই ভিডিয়োরই কিছু খণ্ডচিত্র ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় । সেখানে বাংলার সংস্কৃতির ঐতিহ্য বাউল, ভাটিয়ালি যেমন আছে, তেমনই মিছিল নগরী কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, হলুদ ট্যাক্সি সবকিছুই তুলে ধরা হয়েছে । সকাল থেকেই বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে আসতে শুরু করেছেন প্রতিনিধিরা (Bengal Global Business Summit 2022)। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে উৎসহ ধরা পড়েছে অতিথিদের মধ্যে ৷