পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bethune Collegiate School: 175তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পদযাত্রা, উৎসবে ভাসল বেথুন স্কুল

175তম প্রতিষ্ঠা দিবস পালন করল বেথুন কলেজিয়েট স্কুল ৷ স্কুলের পক্ষ থেকে এদিন আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য পদযাত্রা ৷ এই পদযাত্রায় সামিল হয়েছিলেন স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : May 2, 2023, 11:02 PM IST

বেথুন স্কুলের 175তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পদযাত্রা

কলকাতা, 2 মে: একদিকে যখন রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাংলা মাধ্যম স্কুল, ঠিক সেই সময় নিজের জায়গায় অটুট থেকে 175তম প্রতিষ্ঠা দিবস পালন করল বেথুন কলেজিয়েট স্কুল । চলতি বছরে এই স্কুলের 175তম বছর উপলক্ষে একাধিক কর্মসূচি হবে সারা বছর । তারমধ্যে অন্যতম ছিল এদিনের বর্ণাঢ‍্য পদযাত্রা । স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের নিয়ে শিক্ষিকারা এই পদযাত্রায় সামিল হয়েছিলেন । তারসঙ্গে ছিলেন অভিভাবকেরাও ।

উত্তর কলকাতার অন্যতম প্রাচীন স্কুল হল বেথুন কলেজিয়েট স্কুল । 1849 সালে বেথুন সাহেবের হাত ধরে নারীশক্তির এক দৃষ্টান্ত তুলে ধরতে স্থাপিত হয় এই স্কুল । সেই সময় তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়-সহ সমাজের বহু গুণীজন মানুষরা । মাত্র 21 জন ছাত্রীকে নিয়ে সেই সময় শুরু হয়েছিল এই বেথুন স্কুলের পথ চলা । তাই নারীশিক্ষায় এই স্কুলের অবদান অনন্য । সেই কথা স্মরণ করে মঙ্গলবার সকালে স্কুল থেকে এক বিরাট পদযাত্রার আয়োজন করা হয়েছিল । সেই পদযাত্রায় স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে পৌঁছে তাঁদের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জানানো হয় ৷

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য বলেন, "এমন একটা শিক্ষা প্রাঙ্গনের সঙ্গে যুক্ত হয়ে আমি খুব আনন্দিত । অভিভাবকদের থেকে শুরু করে প্রাক্তন বর্তমান পড়ুয়া, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীরা সকলেই এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ।" এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষা দফতরের কমিশনার অরুপ সেনগুপ্ত ও বিদ্যালয় শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর চিন্ময় সরকার ।

আরও পড়ুন:বেথুন স্কুলের 175 বছর পালনে একাধিক কর্মসূচি ঘোষণা, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

এদিনের পথযাত্রায় উপস্থিত হয়েছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যরাও । উল্লেখ্য, এই দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের বাড়িতেই প্রথম শুরু হয়েছিল বেথুন স্কুলের পথ চলা । বেথুন সাহেব মাত্র 21 জন মেয়েকে নিয়ে তাঁর বাড়িতেই নারী শিক্ষার প্রথম পদক্ষেপ শুরু করেছিলেন । দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের প্রপৌত্র নরেন্দ্ররঞ্জন মুখোপাধ্যায় জানান, 175 বছর আগে যে পরিকল্পনা নিয়ে তাঁরা এই নারী শিক্ষার জন্য স্কুল গড়ে তুলেছিলেন আজ তা পরিপূর্ণতা পেয়েছে । সমাজের এখন বিভিন্ন দিকেই নারীদের জয়জয়কার । এটা তাঁরা দেখে যেতে পারলেন না ৷ তবে আমি গর্বিত যে নারী শিক্ষার সঙ্গে জড়িত এমন পরিবারের সদস্য হয়ে ।

ABOUT THE AUTHOR

...view details