কলকাতা, 27 জুলাই : অভিনেতা লোকেশ ঘোষের বিরুদ্ধে যুবতিকে হেনস্থার অভিযোগ উঠল কলকাতায় । ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কসবা থানায় । ইতিমধ্যে অভিযুক্ত লোকেশের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে পুলিশ । তদন্তকারীদের দাবি, ঘটনার পর থেকেই পলাতক লোকেশ ।
রাতে বাড়ি ডেকে যুবতিকে হেনস্থা, অভিযুক্ত অভিনেতা লোকেশ - molestation
অভিনেতা লোকেশ ঘোষের বিরুদ্ধে যুবতিকে হেনস্থার অভিযোগ উঠল কলকাতায় । ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কসবা থানায় । ইতিমধ্যে অভিযুক্ত লোকেশের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে পুলিশ । তদন্তকারীদের দাবি, ঘটনার পর থেকেই পলাতক লোকেশ ।
বাংলা ছবির পরিচিত মুখ এই অভিনেতা । অভিযোগ, গতরাতে শরীর খারাপের নামে রিয়া (নাম পরিবর্তিত) নামের এক যুবতিকে নিজের ফ্ল্যাটে ডাকেন তিনি । কিন্তু সাহায্য করতে এসে চরম হেনস্থার শিকার হন ওই যুবতি । পুলিশের দ্বারস্থ হয়ে রিয়া জানান, নেহাত সাহায্য করতেই তিনি লোকেশের ফ্ল্যাটে গেছিলেন । কিন্তু গিয়ে দেখেন মত্ত অবস্থায় ছিলেন লোকেশ । তাঁর উপর চড়াও হন । এমন কী মারধরও করেন । এছাড়াও নানা ভাবে নিগ্রহের শিকার হন রিয়া ।
রিয়া আরও জানান, লোকেশের ফ্ল্যাট থেকে কোনওরকমে নিজেকে বাঁচিয়ে এম আর বাঙুর হাসপাতালে যান তিনি । সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয় । তারপরই কসবা থানায় অভিযোগ দায়ের করেন । রাতেই সক্রিয় হয় পুলিশ । হানা দেয় অভিনেতার ফ্ল্যাটে । কিন্তু ততক্ষণে অভিযুক্ত নিজের ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যায় । লোকেশের খোঁজে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ ।