পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ষণ করে ভিডিয়ো তুলল যুবক, থানায় অভিযোগ অভিনেত্রীর - কলকাতা

এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন বাংলার এক অভিনেত্রী ৷ শুধু ধর্ষণ নয়, সেটির ভিডিয়োও করা হয়েছে বলে অভিযোগ ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jul 9, 2020, 1:59 PM IST

কলকাতা, 9 জুলাই : মধ্যমগ্রামের এক যুবকের বিরুদ্ধ ধর্ষণের অভিযোগ আনলেন বাংলার এক অভিনেত্রী ৷ শুধু ধর্ষণ নয়, ধর্ষণের ভিডিয়োও করে রাখা হয়েছে বলে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন DC দক্ষিণ শহরতলী প্রদীপ যাদব ৷

ছোটো থেকেই স্বপ্ন ছিল অভিনয় জগতে নিজের পরিচয় বানাবেন ৷ সেই মতো কল্যাণী থেকে কলকাতার পথে যাত্রা ৷ আস্তে আস্তে কাজ পেতেও শুরু করেন ৷ সিনেমাতে কাজ করার পাশাপাশি টেলিভিশনেও ছোটো খাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ 2009 সালে সোশাল মিডিয়াতে আলাপ হয়েছিল মধ্যমগ্রামের এক যুবকের সঙ্গে ৷ তারপর কিছুদিন কথাবার্তা হলেও কয়েকবছর বন্ধ ছিল যোগাযোগ ৷ 2017 সালে ফের তাঁদের মধ্যে যোগাযোগ হয় ৷ এরপর বাড়তে থাকে ঘনিষ্ঠতা ৷ অভিনেত্রীর অভিযোগ, তারপর থেকেই ব্যবসার নাম করে টাকা চাইত ওই যুবক ৷ মাঝে মধ্যেই কাজের সূত্রে গল্ফগ্রিনে ভাড়া নেওয়া ওই অভিনেত্রীর ফ্ল্যাটে আসত সে ৷

অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন, ওই যুবক যখনই তাঁর ফ্ল্যাটে আসত তাঁকে মারধর করত ৷ যার জেরে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় ৷ এ বছর ওই যুবক অভিনেত্রীর কাছে ক্ষমা চায় ৷ ফলে সব মিটমাট করে নেন তাঁরা ৷ তারপর ফের একই জিনিস শুরু হয় ৷ ফের টাকা চাইতে থাকে সে ৷

পুলিশের কাছে অভিযোগে অভিনেত্রী জানান, 5 জুলাই ফ্ল্যাটে টাকা নিতে এসে তাঁর ধর্ষণ করে ওই যুবক ৷ ঘটনার ভিডিয়োও করে রাখে ৷ গতরাতে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷ অভিযোগের পর তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details