পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nipah Virus: নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডিতে ভরতি কেরল ফেরত যুবক - নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডিতে ভরতি

Bengal Youth Admitted Hospital with Nipah Symptoms: নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি রয়েছেন কেরল থেকে ফেরা এক যুবক ৷ ধুম জ্বর, বমি বমি ভাব এবং গলায় সংক্রমণ রয়েছে ওই 26 বছর বয়সির ৷

Nipah Virus
নিপা ভাইরাস

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 3:25 PM IST

Updated : Sep 20, 2023, 4:22 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি 26 বছর বয়সি যুবক ৷ সম্প্রতি কেরল থেকে ফিরেছেন তিনি ৷ এরপরেই নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ তবে এখন ওই রোগী সম্পূর্ণ সুস্থ বলেই বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর ।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা এই যুবক ৷ সম্প্রতি তিনি কেরলে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যান ৷ সেখানে তাঁর দুই বন্ধুর অজানা জ্বরে মৃত্যু হয় । তারপরে তাঁরও জ্বর আসে । জ্বরে আক্রান্ত হওয়ায় ওই যুবককে কেরলের এর্নাকুলাম হাসপাতালে ভরতি করা হয় । এরপর রাজ্যে ফিরে আসেন তিনি । ধুম জ্বর, গা-হাতপা ব্যথা, গলা ব্যথা, বমি ভাব প্রভৃতি উপসর্গ রয়েছে তাঁর ।

প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছিল যুবককে । পরবর্তীকালে মেডিসিন বিভাগের চিকিৎসকরা বিষয়টি হাসপাতালের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত আইডি বা সংক্রামক রোগের হাসপাতালে তাঁকে পাঠানোর অনুরোধ জানান । স্বাস্থ্য ভবনেও যোগাযোগ করা হয় । তারপরেই যুবককে স্থানান্তরিত করা হয় আইডি হাসপাতালে । বেলেঘাটা আইডি হাসপাতালের তরফে খবর, যদিও তাঁর রক্ত পরীক্ষায় অসঙ্গতির কিছু দেখা যায়নি । রোগীর ব্যাপারে স্বাস্থ্যভবনের পক্ষ থেকে সঠিক কিছু তথ্য মেলেনি ।

প্রসঙ্গত, ন্যাশনালে চিকিৎসকদের পক্ষ থেকে রোগীর একটা রিপোর্ট করা হয়েছে । যদিও এর সত্যতা বিচার করেনি ইটিভি ভারত । তবে সেখানে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাক্ষর আছে । ওই রিপোর্টে লেখা আছে, "কেরলের এর্নাকুলামে যাওয়া ওই শ্রমিক 8 সেপ্টেম্বর গা-হাতপা এবং মাথাব্যথা ও জ্বর নিয়ে ওখানকার জেনারেল হাসপাতালে ভরতি হন । রাজ্যে ফিরে 11 সেপ্টেম্বর ন্যাশনালে ভরতি হয়েছিলেন তিনি । দু’দিন পর গলাব্যথা এবং আরও একাধিক উপসর্গ দেখা যায় তাঁর । রোগীর দুই বন্ধু ওখানে অজানা জ্বরে মারা গিয়েছেন । আর কেরলে এখন নিপার উপদ্রব চলছে । তাই এই রোগীকে সংক্রামক ব্যাধির হাসপাতালে পাঠালেই ভালো হয় ।"

আরও পড়ুন:কোঝিকোড়ে নিপা ভাইরাসের কোপে আরও 1, মোট আক্রান্তের সংখ্যা 4

উল্লেখ্য, কেরলে পাঁচজন লোক ইতিমধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে । কোঝিকোড়ে জেলার সবচেয়ে বেশি নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের খবর মিলেছে ৷ জেলা প্রশাসন জানিয়েছে, যে এলাকায় সংক্রণের হার বেশি সেখানে 'কন্টেনমেন্ট জোন' করা হয়েছে । কর্তৃপক্ষ স্কুল বন্ধেরও নির্দেশ দিয়েছে । আক্রান্তদের সংস্পর্শে আসা 76 জনের মতো লোককে পর্যবেক্ষণে রাখা হয়েছে । এই নিয়ে চারবার নিপা ভাইরাসের কবলে কেরল ৷ 2018 সালে সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছিল নিপা ভাইরাস ৷ ওই বছরে 18 জন আক্রান্ত হয়েছিল নিপা ভাইরাসে ৷ তার মধ্যে 17 জন রোগীর মৃত্যু হয়েছিল ।

Last Updated : Sep 20, 2023, 4:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details