কলকাতা, 14 জানুয়ারি: 85তম জুনিয়র অ্যান্ড ইয়ুথ ন্যাশানাল চ্যাম্পিয়নশিপে বাংলার ছেলেদের দাপট ৷ মোট তিনটে চ্যাম্পিয়নশিপ পদক এল বাংলার ঘরে ৷ অনূর্ধ্ব 19 দলগত বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পরে সিঙ্গলস এবং ডাবলসেও দাপট দেখাল বাংলা ছেলেরা ৷ রবিবার টুর্নামেন্টের শেষ দিনে বাংলার বোধিসত্ত্ব চৌধুরী-অঙ্কুর ভট্টাচার্য জুটি উত্তরপ্রদেশের শরথ মিশ্র-দিব্যাংশ শ্রীবাস্তব জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৷ ম্যাচের ফল 11-2, 11-4, 8-11, 11-8 ৷ দলগত খেতাব জেতার পরেই বাংলা শিবির থেকে বলা হয়েছিল ডাবলস এবং সিঙ্গলসের খেতাব জিততেও তারা মরিয়া ৷ মেয়েদের দলগত বিভাগের ব্যর্থতা মেটাতে তারা চ্যাম্পিয়ন হতে চায় ৷
বাংলার ছেলেদের এই কথা যে শুধু কথা ছিল না তা দেখা গেল রবিবারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ডাবলসে চ্যাম্পিয়ন হওয়ার পরে সিঙ্গলসেও বাংলার ছেলেরা দাপট দেখাল ৷ অঙ্কুর ভট্টাচার্য এবং বোধিসত্ত্ব চৌধুরীর ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই অনূর্ধ্ব 19 ছেলেদের ফাইনালটি 'অল বেঙ্গলস ফাইনালে' পরিণত হয় ৷ অঙ্কুর সিঙ্গলস, ডাবলস এবং টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ত্রিমুকুট পেল ৷
প্রথম থেকেই ছন্দে ছিল অঙ্কুর ৷ তার উপর সাত গেমের ম্যাচে বোধিসত্ত্বর বেশ কয়েকটি আনফোর্সড এরর অঙ্কুরের কাজ সহজ করে দেয় ৷ 4-0 ব্যবধানে বোধিসত্ত্বকে হারান অঙ্কুর ৷ ম্যাচের ফল 11-6, 13-11, 11-8, 16-14 ৷ গত বছর অনূর্ধ্ব 19 ফাইনালে রানার্স হয়েছিলেন অঙ্কুর ৷ ঘরের মাঠে সেই ব্যর্থতা মুছলেন তিনি ৷ অন্যদিকে, দলগত বিভাগ এবং ডাবলসে ছন্দে থাকলেও সিঙ্গলসের ফাইনালে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল বোধিসত্ত্বকে ৷
অনূর্ধ্ব 17 ছেলেদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন অসমের প্রিয়ানুজ ভট্টাচার্য ৷ সে ফাইনালে অসমের দিব্যাজ রাজখোয়াকে পরাজিত করে ৷ ম্যাচের ফল 15-13, 2-11, 11-6, 11-7, 11-4 ৷ অনেক বছর পরে অসমের কোনও প্যাডলার জাতীয় আসরে খেতাব জিতল ৷ ন'দিনের টুর্নামেন্টের শেষ দিনে টেবিল টেনিস ফেডারেশনের সচিব কমলেশ মেহতা এবং ইউটিটির কর্ণধার রীতা দানি উপস্থিত ছিলেন ৷ আগামিদিনে ইউটিটি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রীতা দানি ৷ আটবারের চ্যাম্পিয়ন কমলেশ মেহতার মুখে বোধিসত্ত্ব,অঙ্কুর সিন্ড্রেলাদের প্রশংসা শোনা গেল এদিন ৷
আরও পড়ুন:
- বোধিসত্ত্ব-অঙ্কুর-শঙ্খদীপদের কাছে হারল উত্তরপ্রদেশ, টেবিল টেনিসে জাতীয় সেরা বাংলা
- অনূর্ধ্ব 17 মেয়েদের জাতীয় চ্যাম্পিয়ন সিন্ড্রেলা দাস, বাংলার ঘরে দু'টি পদক
- সিনিয়র জাতীয় দলে জায়গা পাকা করাই পাখির চোখ বিশ্বের এক নম্বর প্যাডলারের