কলকাতা, 25 জুলাই : ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ । প্রশাসনের তরফে ইতিমধ্যেই গোষ্ঠী সংক্রমণের কথাও জানানো হয়েছে । এই পরিস্থিতিতে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে রাজ্যে । আজ দ্বিতীয় দিনে জনশূন্য রাস্তাঘাট । আরও কড়া ভূমিকায় পুলিশ । লকডাউন অমান্য করলেই চলছে গ্রেপ্তারি, ওঠবোস । কোথাও আবার লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন পুলিশকর্মীরা ।
সুনসান কলকাতা
জনশূন্য ধর্মতলা চত্বর । বন্ধ রয়েছে সমস্ত অফিস । ধর্মতলার রাস্তার মোড় গার্ডরেল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে । চলছে পুলিশের নাকা চেকিং ৷ রাস্তায় কেউ বের হলেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে ৷ দেখাতে হচ্ছে প্রয়োজনীয় নথি । একই পরিস্থিতি মানিকতলা, বিবেকানন্দ রোড, রাজারহাট, নারায়ণপুর, গড়িয়াহাট সহ শহরের নানা প্রান্তে । কলকাতা বিমান বন্দরে বন্ধ রয়েছে বিমান পরিষেবা ।
জনশূন্য জেলারও রাস্তাঘাট
জেলার ছবিটাও একইরকম । একাধিক জায়গায় পুলিশ ব্যারিকেড বসানো হয়েছে । সীমান্ত এলাকাগুলিতে চলছে নাকা চেকিং । সকাল থেকেই পুলিশি টহলদারি পূর্ব মেদিনীপুরে । অকারণে রাস্তায় বের হলেই কার্যত লাঠি উঁচিয়ে বাড়ি পাঠাচ্ছেন পুলিশকর্মীরা । সুনসান উত্তর দিনাজপুর । 31 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলছে শুধুমাত্র পণ্যবাহী লরি । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নামে ইসলামপুর থানার পুলিশ । লকডাউন অমান্য করায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে । রাস্তায় দাঁড় করিয়ে কয়েকজনকে শাস্তিও দেয় পুলিশ । আসানসোল, দুর্গাপুরেও একইভাবে কড়া নজরদারি চলছে । জনশূন্য দার্জিলিং শিলিগুড়ির রাস্তাঘাট । বন্ধ বাগডোগরা বিমানবন্দর । বাতিল সমস্ত উড়ান । দোকানপাট বাজার সব বন্ধ । একাধিক জায়গায় চলছে ড্রোনের নজরদারি ।
কারণ ছাড়া রাস্তায় বেরোলেই চলছে ধরপাকড় কড়া ভূমিকায় পুলিশ
এর আগে বৃহস্পতিবার লকডাউন অমান্য করার অপরাধে প্রায় 3,800 জনকে গ্রেপ্তার করা হয়েছিল । আজ আরও কড়া ভূমিকায় পুলিশ । বারাসাতে সকাল থেকেই চলছে পুলিশি নজরদারি । লকডাউন অমান্য করায় 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে । 34 ও 35 নম্বর জাতীয় সড়কে একমাত্র পণ্যবাহী গাড়িই চলাচল করছে ।
রাজ্যে লকডাউনের জেরে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের স্পেশাল ট্রেনগুলি । আগামী বুধবারও একইভাবে সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে ।