পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal BJP: পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে মগ্ন বঙ্গ বিজেপি, মোদি-নাড্ডাদের রাজ্য সফরের পরিকল্পনায় বদল

খবর ছিল যে, 2024 এর লোকসভা নির্বাচনকেই পাখির চোখ করে খুব শীঘ্রই রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে পঞ্চায়েত নির্বাচনের জেরে বদল আনা হল পরিকল্পনায় ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 12, 2023, 10:16 PM IST

কলকাতা, 12 জুন:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বঙ্গ সফর নিয়ে বড়সড় আপডেট দিল রাজ্য বিজেপি ৷ বঙ্গ বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে অন্তত রাজ্য সফরে আসছে না ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেউই আগামী মাসে রাজ্যে অনুষ্ঠিত হতে চলা পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সফরে আসছেন না ৷

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে খবর ছিল যে, 2024 এর লোকসভা নির্বাচনকেই পাখির চোখ করে খুব শীঘ্রই রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে 8 জুন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর আর সেই সম্ভাবনা আপাতত নেই। পঞ্চায়েত নির্বাচন শেষ হলে আবারও নতুন করে এই বিষয়ে পরিকল্পনা করা হবে, এমনটাই খবর রাজ্য বিজেপির অন্দরে। রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্বের যে সকল কর্মসূচিগুলো ছিল, সেগুলিকে ফের ঢেলে সাজানো হবে বলে জানা গিয়েছে।

বিস্তর টালবাহানার পর রাজ্যে রাজ্যের নয়া নির্বাচন কমিশনার পদে রাজীবা সিনহা আসীন হওয়ার পরই হঠাৎ করে আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আর সে কারণেই তড়িঘড়ি বাতিল করা হল বিজেপির শীর্ষ নেতৃত্বের বঙ্গ সফর। ঠিক একইভাবে রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নবম বর্ষপূর্তির যে সকল কর্মসূচি চলছিল, তাও স্থগিত রাখা হয়েছে দলের তরফে।

রাজ্য বিজেপি সূত্রে খবর যে, বঙ্গের সমস্ত নেতা এবং কার্যকর্তারা আপাতত পঞ্চায়েত নির্বাচনের দিকেই সম্পূর্ণ নজর দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসের 8 এবং 9 তারিখ প্রাথমিকভাবে রাজ্যে অমিত শাহের আসার কথা ছিল ৷ এরপর একে একে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা, পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গে আসার কথা ছিল।

আরও পড়ুন:বিজেপির পোষা কুকুর বোকাছেলে শুভেন্দু, বেলাগাম কুণাল ঘোষ

একুশের বিধানসভায় রাজ্যে ভরাডুবি হওয়ার পরে এবার লোকসভার আগে পশ্চিমবঙ্গ নিয়ে বেশ গুরুগম্ভীর অবস্থান নিয়েছে বিজেপি নেতৃত্ব। আর সে কারণেই শীর্ষ নেতৃত্বের ঘন ঘন এ রাজ্যে শীর্ষ নেতৃত্বের রাজ্য সফর বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে একাধিক লোকসভা কেন্দ্রগুলিকে একত্র করে একটি করে জনসভা করার কথা ছিল। আপাতত পঞ্চায়েতে মন বিজেপি নেতৃত্ব নির্বাচনের পরই ফের পরিকল্পনা সাজাবেন এ ব্যাপারে ৷

ABOUT THE AUTHOR

...view details