কলকাতা, 5 জানুয়ারি: সামনেই পঞ্চায়েত নির্বাচন । তার আগেই নয়া চমক । মিড-ডে মিল প্রকল্পে 371 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে রাজ্য সরকার (West Bengal government has allotted Rs 371 crore) । ফলে আগামী চারমাস মিড-ডে মিলের মেনুতে জুড়ে যাবে চিকেন, মরশুমি ফল । জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাতে পড়বে এই খাবার (Chicken-Fruits in Mid-Day Meal) ।
এতদিন পর্যন্ত মিড-ডে মিলে ভাত, আলু, সয়াবিন এবং ডিম দেওয়া হত। পিএম পোশনের অধীনে সেই খাবারের তালিকাতেই যোগ হয়েছে মুরগির মাংস ও মরশুমি ফল । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতি সপ্তাহে একবার করে মাংস ও মরশুমি ফল দেওয়া হবে । যদিও শিক্ষা দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিলের পরে ছাত্র-ছাত্রীদের পাতে এই খাবারগুলি পড়ার সম্ভাবনা একেবারেই নেই ।
মিড-ডে মিলের অংশ হিসেবে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীদের চাল, ডাল, সবজি, সয়াবিন ও ডিম দেওয়া হচ্ছে । একই সঙ্গে জানা গিয়েছে, প্রতিটি শিক্ষার্থীকে অতিরিক্ত পুষ্টি প্রদানের জন্য প্রতি সপ্তাহে 20 টাকা খরচ করা হবে । প্রক্রিয়াটি 16 সপ্তাহ ধরে চলবে । রাজ্য সরকার পরিচালিত এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে 1.16 কোটিরও বেশি শিক্ষার্থী মধ্যাহ্নভোজন প্রকল্পের সুবিধাভোগী, যার জন্য রাজ্য এবং কেন্দ্র 60:40 অনুপাতে খরচ ভাগ করে । যদিও 371 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ সম্পূর্ণরূপে রাজ্য সরকার বহন করবে ।