পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ranji Trophy 2022-23: রোনাল্ডো-বিদায়ে মনখারাপকে সঙ্গী করেই রঞ্জি অভিযানে নামছেন লক্ষ্মী-মনোজ - রঞ্জি অভিযানে নামছেন লক্ষ্মী মনোজ

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল ৷ কোয়ার্টার ফাইনালে প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে না দেখে টিভি মন খারাপ বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ির (Manoj Tiwary) ।

Manoj Tiwary
বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি

By

Published : Dec 12, 2022, 3:31 PM IST

Updated : Dec 13, 2022, 6:16 AM IST

রোনাল্ডো-বিদায়ে মনখারাপকে সঙ্গী করেই রঞ্জি অভিযানে নামছেন লক্ষ্মী-মনোজ

কলকাতা, 12 ডিসেম্বর: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ থেকে বিদায়ে মনখারাপ মনোজ তিওয়ারির (Manoj Tiwary)। কোয়ার্টার ফাইনালে তাঁকে প্রথম একাদশে না-দেখে টিভিই খোলেননি বাংলার অধিনায়ক । তাঁর মতে, কোচ স্যান্তোসের ভুল সিদ্ধান্তে ডুবল পর্তুগাল । স্বপ্নপূরণ হল না সিআর 7-এর । কারণ কোচেরা ভাবে বড় নামের খেলোয়াড়রা থাকলে অসুবিধা হবে । তাই বড় নাম বাদ দিয়ে দল গড়তে গিয়ে খেসারত দিতে হয় ।

পরিবর্ত পরিস্থিতিতে মনোজ তিওয়ারি বাজি ধরছেন আর্জেন্তিনার হয়েই। লিয়োনেল মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন বাংলার স্টপগ্যাপ অধিনায়ক। মনোজের মতোই বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লাও (Laxmi Ratan Shukla) সিআর সেভেন-এর বিদায়ে হতাশ। পর্তুগালের সমর্থক ছিলেন ৷ এরপর তিনিও মেসির জন্য গলা ফাটাবেন। মঙ্গলবার ইডেনে উত্তরপ্রদেশ ম্যাচ দিয়ে চলতি মরশুমে রঞ্জি অভিযান শুরু করছে (Bengal to face UP at Ranji Trophy opener from tomorrow)। সবুজ উইকেটে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে গতির অস্ত্রে শান দিতে চাইছে বঙ্গ ব্রিগেড। সেই কারণে চার পেসারে যাওয়ার পরিকল্পনা । ঈশান পোড়েল, আকাশদীপ, সায়নশেখর মণ্ডল ছাড়াও গীত পুরী এবং দুর্গেশ দুবের মধ্যে যেকোনও একজন পেস বিভাগে জায়গা করে নেবেন । দুই বাঁ-হাতি পেসারের মধ্যে যে দলে আসবেন তারই লাল বলের ক্রিকেটে বাংলার জার্সিতে অভিষেক হবে ।

চার পেসার ছাড়াও শাহবাজ আহমেদের অলরাউন্ড দক্ষতায় আস্থা রাখছে বাংলা শিবির । তবে ভারতীয় দলে ডাক পাওয়ায় অভিমন্যু ঈশ্বরন বাংলা দলে নেই । হ্যামস্ট্রিংয়ে চোট সারাতে মুকেশ কুমার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন । এই দুইয়ের অনুপস্থিতি বড় ধাক্কা হলেও যারা আছেন তাঁদের নিয়েই নীল নকশা তৈরি করছেন মনোজ-লক্ষ্মী জুটি । বাংলা দলের মতো প্রতিপক্ষ উত্তরপ্রদেশও অফ স্পিনার সৌরভ কুমার এবং কুলদীপ যাদবকে পাবে না । তাঁদের অনুপস্থিতি যে সুবিধা করে দেবে, তা মানছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।

আরও পড়ুন:ভাষণে বেফাঁস মনোজ তিওয়ারি, চাইলেন ক্ষমা

ঈশ্বরণ জাতীয় দলে ডাক পাওয়ায় উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ ম্যাচের জন্য মনোজ তিওয়ারি ফের অধিনায়কের চেয়ারে । তবে কেরিয়ারের সায়াহ্নে এসেও 'মন্ত্রী' মনোজের চোখে রঞ্জি জয়ের স্বপ্ন। তাঁর মতে ক্রিকেট জীবনের এই অভাব পূরণ হলে 'আইসিং অন দ্য কেক' হয়ে যাবে । নতুন মরশুমে সেই লক্ষ্যেই নামবেন তিনি । ইডেনের সবুজ উইকেটে তিনি, অনুষ্টুপ, সুদীপের ব্যাটে ভর দিয়ে অন্তত সাড়ে তিনশো রান তুলতে চায় বাংলা। এই ত্রিমূর্তি ছাড়াও রয়েছেন শাহবাজ আহমেদ । যার অলরাউন্ড পারফরম্যান্স প্রতিপক্ষের চিন্তার কারণ। কোচ লক্ষ্মীরতন বলছেন, সবুজ উইকেট প্রতিপক্ষের একাদশের দিকে না-তাকিয়ে নিজেরা পারফরম্যান্স করলেই সাফল্য আসবে।

Last Updated : Dec 13, 2022, 6:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details