পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসানে বিদ্যুৎ বণ্টন সংস্থা, কেন্দ্রের কাছে 1,022 কোটি টাকা ঋণ রাজ্যের - শোভনদেব চট্টোপাধ্যায়

এপ্রিল ও মে মাসের সংক্ষিপ্ত সংগ্রহের ফলে বড়সড় আর্থিক লোকসানের মুখে পড়েছে WBSEDCL ৷

লোকসানে সরকারি বিদ্যুৎ বন্টন সংস্থা, 1,022 কোটি টাকা লোন রাজ্যের
লোকসানে সরকারি বিদ্যুৎ বন্টন সংস্থা, 1,022 কোটি টাকা লোন রাজ্যের

By

Published : Aug 3, 2020, 9:34 AM IST

কলকাতা, 3 অগাস্ট : আর্থিক সংকটে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ৷ লকডাউনের জেরে তাদের ক্ষতির অঙ্কটা দাঁড়িয়েছে দু'-হাজার কোটি টাকার বেশি ৷ সরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থার আর্থিক চাপ কাটাতে কেন্দ্রের কাছ থেকে 1,022 কোটি টাকার ঋণ নিল রাজ্য সরকার ৷ এই ঋণ কেন্দ্রের 90 হাজার কোটি টাকার "আত্মনির্ভর ভারত অভিযান" প্যাকেজের অন্তর্গত ৷

কলকাতা ও কলকাতা লাগোয়া জেলার কিছু অংশ বাদ দিয়ে গোটা রাজ্যেই বিদ্যুৎ সরবরাহ করে WBSEDCL ৷ যার গ্রাহক সংখ্যা প্রায় প্রায় 2 কোটি। এই সংস্থা এপ্রিল ও মে মাসে কম সংগ্রহের ফলে বড়সড় আর্থিক লোকসানের মুখে পড়েছে ৷ সংস্থার আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, দু'হাজার কোটি টাকারও বেশি ঘাটতি হয়েছে ৷ এবিষয়ে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সত্ত্বার পাওনা মেটানোর জন্য 1,022 কোটি টাকার লোন নেওয়া হয়েছে ৷

আত্মনির্ভর ভারত অভিযানের অংশ হিসেবে 13 মে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ও রুরাল ইলেট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ 84টি EMI-এর মাধ্যমে 10 বছরের মধ্যে ঋণের অর্থ পরিশোধ করতে হবে রাজ্য সরকারকে।

For All Latest Updates

TAGGED:

WBSEDCL

ABOUT THE AUTHOR

...view details