পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Govt Achievement: ফের সেরার সম্মান, ঋণ শোধে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ - NIPFP report

দেশের 18টি বড় রাজ্যের মধ্যে ঋণ শোধে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ (WB Govt Achievement)৷ ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির সদ্য প্রতাশিত রিপোর্টে এমনটাই জানানো হয়েছে ৷

Etv Bharat
ঋণ শোধে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ

By

Published : Sep 6, 2022, 11:02 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: বাংলার মুকুটে ফের নতুন পালক । ঋণ শোধে দেশের মধ্যে প্রথম জায়গা করে নিল পশ্চিমবঙ্গ । দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির (এনআইপিএফপি NIPFP) সদ্য প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে ঋণ শোধে দেশের মধ্যে প্রথম বাংলা(Bengal ranks top in repayment of debt in India)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবারই বলতে শোনা গিয়েছে বাম আমলের ঋণের বোঝার কথা(WB Govt Achievement)। তারপরেও রাজ্যের এই পারফরম্যান্সে খুশি মুখ্যমন্ত্রী ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন এনআইপিএফপি 18টি বড় রাজ্যে এ বছরের বাজেট পর্যালোচনা করে রিপোর্ট প্রকাশ করেছে । সেই রিপোর্টে দেখা যাচ্ছে, 2015-16 সাল থেকে চার বছরে 6টি রাজ্য তাদের জিডিপির তুলনায় ঋণ কমিয়েছে । এই তালিকায় 33.87% থেকে 30.88% নামিয়ে সব থেকে সফল বাংলা ।

আরও পড়ুন :বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য, রাজ্যে এল 22 হাজার কোটির বিনিয়োগ

নবান্ন সূত্রের বক্তব্য, স্ট্যাম্প ডিউটি থেকে কর আদায় ব্যবস্থার আধুনিকীকরণের ফলে আয় অনেকটা বাড়িয়েছিল রাজ্য । কিন্তু কোভিড তাতে বাধা হয় । তার আগে অর্থনীতির শ্লথ গতির ফলেও আয় কমেছিল । তবে রাজ্য সরকারের উদ্যোগের ফলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে । রাজ্যের বাজেট নথি অনুযায়ী, চলতি অর্থবর্ষে ঋণ বাদে রাজস্ব আয়ের 19.72% লাগবে পুরনো ধারের সুদ মেটাতে । মানে, পাঁচ ভাগের এক ভাগ শুধু ওই খাতেই ।

তবে ঋণে নজর কাড়লেও ধারের পরিমাণ যথেষ্ট রয়েছে বাংলায় । বর্তমানে 5 রাজ্যের ঘাড়ে সবচেয়ে বেশি ধার ৷ যার মধ্যে অন্যতম বাংলা । তথ্য বলছে, মোট রাজস্ব আয়ের 20 শতাংশ বেরিয়ে যায় সুদ মেটাতে । এখন এই বিষয়টিতে সফল কবে হয় সেই দিকেই তাকিয়ে বাংলা ৷

আরও পড়ুন :জাইকা ও এডিবি'র সহযোগিতায় রাঢ়বঙ্গের রুক্ষ ভূমিতে পানীয় জল পৌঁছে দিতে চায় রাজ্য

ABOUT THE AUTHOR

...view details