কলকাতা, 6 সেপ্টেম্বর: বাংলার মুকুটে ফের নতুন পালক । ঋণ শোধে দেশের মধ্যে প্রথম জায়গা করে নিল পশ্চিমবঙ্গ । দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির (এনআইপিএফপি NIPFP) সদ্য প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে ঋণ শোধে দেশের মধ্যে প্রথম বাংলা(Bengal ranks top in repayment of debt in India)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবারই বলতে শোনা গিয়েছে বাম আমলের ঋণের বোঝার কথা(WB Govt Achievement)। তারপরেও রাজ্যের এই পারফরম্যান্সে খুশি মুখ্যমন্ত্রী ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন এনআইপিএফপি 18টি বড় রাজ্যে এ বছরের বাজেট পর্যালোচনা করে রিপোর্ট প্রকাশ করেছে । সেই রিপোর্টে দেখা যাচ্ছে, 2015-16 সাল থেকে চার বছরে 6টি রাজ্য তাদের জিডিপির তুলনায় ঋণ কমিয়েছে । এই তালিকায় 33.87% থেকে 30.88% নামিয়ে সব থেকে সফল বাংলা ।
আরও পড়ুন :বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য, রাজ্যে এল 22 হাজার কোটির বিনিয়োগ