কলকাতা, 29 নভেম্বর: রাজ্যে বিজেপিকে এমন ফল করতে হবে, যাতে নরেন্দ্র মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। বুধবার ধর্মতলার সমাবেশে বাংলার মানুষের প্রতি এমনই আহ্বান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পালটা জবাবে দিতে গিয়ে তৃণমূলের তরফে জানানো হয়, বাংলা প্রধামন্ত্রী পাঠাবে কিন্তু ইন্ডিয়া জোটের হবে সেই প্রধানমন্ত্রী।
ধর্মতলায় রাজ্যে বিজেপির সভা থেকে অমিত শাহ এদিন জানান, 2026 সালে রাজ্যে বিজেপি সরকার গড়বে। আর সেই সরকার গড়তে গেলে ভীত হিসেবে বাংলায় 24-এর লোকসভা ভোটে ভালো ফল করতে হবে বিজেপিকে। যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছেন । এই প্রসঙ্গে তৃণমূল মুখপত্র কুণাল ঘোষ বলেন, "অমিত শাহের বাংলা নিয়ে এত চিন্তা কিসের ! বাংলা প্রধানমন্ত্রী পাঠাবে । তবে সেটা বিজেপি সরকারের হবে না। 2024 লোকসভার পর এমন পরিস্থিতি হতে পরে যাতে বাংলাই প্রধানমন্ত্রী পাঠাবে তার জন্য বিজেপিকে লাগবে না । তারা সরকারেও থাকবে না। তাই বাংলার প্রতি এত দরদ দেখাতে হবে না।"