পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলা প্রধানমন্ত্রী পাঠাবে ইন্ডিয়া জোটের জন্য, শাহকে পালটা তৃণমূলের

Bengal Prime Minister will send from India alliance: অমিত শাহ এদিন জানান, 2026 সালে রাজ্যে বিজেপি সরকার গড়বে। আর সেই সরকার গড়তে গেলে ভীত হিসেবে বাংলায় 24-এর লোকসভা ভোটে ভালো ফল করতে হবে বিজেপিকে। যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছেন । তারই পালটা দিতে গিয়ে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বাংলা প্রধানমন্ত্রী পাঠাবে কিন্তু সে হবেন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 9:16 PM IST

কলকাতা, 29 নভেম্বর: রাজ্যে বিজেপিকে এমন ফল করতে হবে, যাতে নরেন্দ্র মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। বুধবার ধর্মতলার সমাবেশে বাংলার মানুষের প্রতি এমনই আহ্বান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পালটা জবাবে দিতে গিয়ে তৃণমূলের তরফে জানানো হয়, বাংলা প্রধামন্ত্রী পাঠাবে কিন্তু ইন্ডিয়া জোটের হবে সেই প্রধানমন্ত্রী।

ধর্মতলায় রাজ্যে বিজেপির সভা থেকে অমিত শাহ এদিন জানান, 2026 সালে রাজ্যে বিজেপি সরকার গড়বে। আর সেই সরকার গড়তে গেলে ভীত হিসেবে বাংলায় 24-এর লোকসভা ভোটে ভালো ফল করতে হবে বিজেপিকে। যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছেন । এই প্রসঙ্গে তৃণমূল মুখপত্র কুণাল ঘোষ বলেন, "অমিত শাহের বাংলা নিয়ে এত চিন্তা কিসের ! বাংলা প্রধানমন্ত্রী পাঠাবে । তবে সেটা বিজেপি সরকারের হবে না। 2024 লোকসভার পর এমন পরিস্থিতি হতে পরে যাতে বাংলাই প্রধানমন্ত্রী পাঠাবে তার জন্য বিজেপিকে লাগবে না । তারা সরকারেও থাকবে না। তাই বাংলার প্রতি এত দরদ দেখাতে হবে না।"

তিনি আরও বলেন, "বাংলার জন্য এত দরদ ! গত বছর বাংলাকে একটা ক্যাবিনেট মন্ত্রী দেননি । হতে পারে বিজেপি বিরোধী দল কিন্তু বাংলা থেকে একটা পূর্ণমন্ত্রী করতে পারতেন। আপনারা বাংলাকে খাটো চোখে দেখেন। আপনাদের যারা রাষ্ট্রমন্ত্রী তাদের পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে বলেই মনে করেন না। এখন বাংলার কাছ থেকে প্রধানমন্ত্রীর চাইছেন কেন ? বাংলা প্রধানমন্ত্রী পাঠাবে কিন্তু ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পাঠাবে।"

শাহি জবাবে দলের মুখপাত্রের এমন দাবিতে রাজনৈতিক মহলে ফের গুঞ্জন শুরু হয়েছে। ইন্ডিয়া জোটে আলোচনা একাধিকবার হলেও এখনও কাউকে প্রধামন্ত্রীর মুখ হিসেবে তারা ঘোষণা করেনি। তবে এদিন তৃণমূলের দাবি জল্পনা উস্কে দিল প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে তৃণমূল কংগ্রেস। অমিত শাহের পালটা হলেও আগামী দিনে দলের অবস্থান হয়তো স্পষ্ট করে দিলেন এদিন কুণাল ঘোষরা।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details