কলকাতা, 19 জুন: সিইএসসি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ বিস্তর । খোদ কলকাতা শহরে থেকেও মানুষকে এই সংস্থার কারণে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ ৷ এর জেরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে ৷ সেই কারণে সোমবার রাজ্য়ের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের রোষের মুখে পড়তে হল বিদ্যুৎ বণ্টনের সঙ্গে যুক্ত এই সংস্থাকে ৷ এ দিন ওই সংস্থাকে মন্ত্রী সরাসরি বলেন, ‘‘আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে ।’’
সোমবার বিদ্যুৎ উন্নয়ন ভবনে সিইএসসি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস । সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসুও । এই বৈঠক থেকেই সিইএসসি-কে কড়াবার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী । এ বছর প্রবল গরমে যেভাবে বারবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে, সেটাকে সামনে রেখেই সিইএসসি কর্তাদের মন্ত্রী বলেন, ‘‘আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে । এরপর যেন কোনও অভিযোগ আমার এবং আমার দফতরের কাছে না আসে ।’’