কলকাতা, 24 নভেম্বর: রাজ্যের একাধিক পৌরসভায় একসঙ্গে নির্বাচন (Civic Polls in West Bengal) করানোর দাবিতে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, সেই মামলার শুনানি পিছিয়ে গেল (Calcutta High Court defers hearing)। ফলে পৌরভোটের (Bengal Municipal Poll Case) বিজ্ঞপ্তি জারি নিয়ে ধোঁয়াশা বজায় রইল আজও ।
নির্বাচন কমিশন, রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলি - সব পক্ষই এখন তাকিয়ে রয়েছে এই মামলার দিকে । কারণ কলকাতা ও হাওড়া পৌরনিগমে 19 ডিসেম্বর পৌরভোট হতে পারে বলে আগেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল । কিন্তু আদালতে মামলা (BJP's petition on Civic Polls in West Bengal) দায়ের হওয়ার পর আদৌ ওই তারিখে কোনও নির্বাচন হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় । নির্বাচন কমিশনও কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন জানিয়েছিল যে, এই মামলা চলাকালীন আপাতত তারাও বিজ্ঞপ্তি জারি করবে না । সব পক্ষই তাকিয়ে ছিল আজ মামলা শুনানির পর আদালত কী দিক নির্দেশ দেয়, তার দিকে । কিন্তু প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলার শুনানি করা হবে আগামী সোমবার, 29 নভেম্বর । স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন পৌরভোট নিয়ে আপাতত বিজ্ঞপ্তি জারি করবে না বলেই মনে করছে সব পক্ষ ।
কিন্তু আইনজীবীদের একাংশের বক্তব্য, যেহেতু কলকাতা হাইকোর্ট বিজ্ঞপ্তি জারির উপরে কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি মনে করে হাওড়া ও কলকাতা পৌরসভার নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে, তাতে আইনি কোনও বিধিনিষেধ নেই ।
আরও পড়ুন:Jagdeep Dhankhar on Municipal Election : এক সঙ্গে পৌরভোট করা হোক, কমিশনকে চিঠি রাজ্যপালের
আইনজীবীদের আর একটি অংশের বক্তব্য, 29 নভেম্বর যদি এই মামলার শুনানি করা হয়, সে ক্ষেত্রে কলকাতা ও হাওড়া পৌরসভার ভোট 19 ডিসেম্বর করানো সম্ভব নয় । পৌরভোট পিছিয়ে যাবে । কারণ নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারির 21 দিনের মধ্যে ভোট করাতে হয় । সে ক্ষেত্রে 19 ডিসেম্বর ভোট করানো সম্ভবই নয় ।