কলকাতা, 28 অক্টোবর: আপাতত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি আগে থেকেই টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত। তাঁর হাইপারটেনশনের সমস্যাও রয়েছে ৷ পাশাপাশি আছে কিডনি সংক্রান্ত সমস্যাও ৷ তাই নেফ্রলজিস্টের পরামর্শ নেওয়া হয়েছে ৷ জ্যোতিপ্রিয়র চিকিৎসার জন্য 4 বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড তৈরি করেছে হাসপাতাল ৷ এই বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, হৃদরোগ বিশেষজ্ঞ আফতাব খান, নিউরোলজিস্ট সদানন্দ দে-সহ এক নেফ্রলজিস্ট ৷
হাসপাতালের তরফে জানানো হয়েছে, রাতে ভালো ঘুম হয়েছে বনমন্ত্রীর । তবে এখনও পর্যন্ত তাঁর তন্দ্রাচ্ছন্ন ভাব কাটেনি। কেটে গিয়েছে বমি বমি ভাব। যেহেতু তিনি ডায়াবেটিসএবং হাইপারটেনশনের রোগী তাই তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়ে শনিবার সকাল 11টা নাগাদ বৈঠকে বসেছেন এই বোর্ডের সদস্যরা। সেই রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসার পরের ধাপ ঠিক হবে ৷ এই রিপোর্টের উপর ভিত্তি করেই তাঁকে হাসপাতালে রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। শরীর ভালো থাকলে ইডি হেফাজতে পাঠিয়েও চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। জানা গিয়েছে, হাসপাতালের তরফে বনমন্ত্রীর শারীরিক অবস্থার রিপোর্ট ইডিকে দেওয়া হবে ।