পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal minister invites Elon Musk : এলন মাস্ককে রাজ্যে বিনিযোগের আমন্ত্রণ মন্ত্রীর, কটাক্ষ বিজেপির - মন্ত্রী গোলাম রব্বানি

এলন মাস্কের একটি টুইটের পরিপ্রেক্ষিতে তাঁকে বাংলায় বিনিয়োগের আহ্বান জানান রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় এবং মাদ্রাসা শিক্ষা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি ৷

Bengal minister invites Elon Musk
Bengal minister invites Elon Musk

By

Published : Jan 16, 2022, 11:06 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : মার্কিন ধনকুবের এবং গাড়ি উৎপাদনকারী সংস্থা টেসলার প্রধান এলন মাস্ককে রাজ্যে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন মমতার এক মন্ত্রী ৷ আর তা নিয়ে কটাক্ষ ভেসে এল গেরুয়া শিবির থেকে ৷ রাজ্যে বিনিয়োগের সুবিধার কথা বলতে গিয়ে সিঙ্গুরের উদাহরণ নাকি ভোট পরবর্তী হিংসার কথা বলবেন মন্ত্রী, সেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য ৷

এলন মাস্কের একটি টুইটের পরিপ্রেক্ষিতে তাঁকে বাংলায় বিনিয়োগের আহ্বান জানান রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় এবং মাদ্রাসা শিক্ষা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি ৷ এলন মাস্ক একটি টুইট বার্তায় লেখেন, ভারত সরকারের সঙ্গে কাজের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে ৷ সেই সমস্যা অবশ্য দ্রুত মিটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি ৷

কিন্তু, তাঁর এই টুইটের পরিপ্রেক্ষিতেই বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মমতার সরকারের মন্ত্রী ৷ গোলাম রব্বানি এলন মাস্কের টুইট উল্লেখ করে লেখেন, "বাংলায় আসুন ৷ সবচেয়ে সেরা পরিকাঠামো রয়েছে ৷ এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা রয়েছে ৷" সবশেষে গোলাম রব্বানি লেখেন, বাংলা মানেই ব্যবসা ৷

আরও পড়ুন : Amit Malviya on Bengal Covid Situation : সংক্রমণের দৈনিক হারে গরমিল, খতিয়ান তুলে ধরে খোঁচা অমিতের

রাজ্যের মন্ত্রীর এই টুইটের জবাব দিতে গিয়ে কটাক্ষ করেন অমিত মালব্য ৷ টুইটে তিনি লেখেন, আপনি হয়ত এটাকে মস্করা মনে করছেন ৷ কিন্তু না ৷ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় এবং মাদ্রাসা শিক্ষা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী এলন মাস্ককে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ৷ আর তাঁর বক্তব্য কি শুরু হবে ভোট পরবর্তী হিংসা নিয়ে ? আর শেষ হবে সিঙ্গুর আন্দোলন দিয়ে ?

ABOUT THE AUTHOR

...view details