কলকাতা, 27 সেপ্টেম্বর: নিম্ন আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির ফাইল কেন আটকে রয়েছে, তা নিয়ে ক্ষোভে কার্যত অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তড়িঘড়ি জুডিশিয়াল সেক্রেটারিকে তলব করে জানতে চান কেন ওই বিচারকের বদলি আটকে রয়েছে ? জুডিশিয়াল সেক্রেটারি জানান, ফাইল আটকে রয়েছে আইনমন্ত্রী মলয় ঘটকের অফিসে । সঙ্গে সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় আইনমন্ত্রীকে আদালতে তলব করেন । বিকেল 4টের সময় তলব করে 5টার মধ্যে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন তিনি ।
আইনজীবী থেকে মামলাকারী, সাংবাদিকরা সবাই উদ্বেগ নিয়ে তাকিয়ে ছিলেন এজলাসে ফের না নতুন করে উত্তাপ ছড়ায় আজ । কিন্তু আইনমন্ত্রী এজলাসে হাজির হতে সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল । মলয় ঘটক এজলাসে হাজির হতেই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সৌজন্য দেখালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । হাসি মুখে দু’জনের মধ্যে কথাও হল মিনিট চারেক ।
এ দিন দু’জনের কথোপকথন ছিল এই রকম -
বিচারপতি গঙ্গোপাধ্যায় - (হাসি মুখে) আরে মলয়বাবু আসুন । নিম্ন আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির ফাইল নাকি আপনার অফিসে আটকে আছে !
মলয় ঘটক - (হাসি মুখে) আসলে আমি 25 অগস্ট থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম । চারদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ফিরেছি । কিন্তু চিকিৎসক আমাকে অন্তত 15 দিন বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন । তবুও আমি বসে নেই কাজ করছি । আমি খুব ব্যস্ত আছি । দেরি হবে না । আমি শীঘ্রই করে দেব ।
বিচারপতি - আপনাকে 4 অক্টোবরের মধ্যে দ্রুত করে দিতে হবে ।
মলয় ঘটক - আমাকে একটু দিল্লিতে যেতে হবে ।
বিচারপতি - কেন ? আপনাকে সিবিআই নাকি ইডি ডেকেছে ?