পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: নতুন বছরেও শীতভাগ্য থেকে বঞ্চিত বাংলা - কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া

শীতের খামখেয়ালিপনায় ভুগছে বঙ্গ ৷ আসি আসি করেও ফাঁকি দিচ্ছে শীত ৷ বড়দিন থেকে শুরু করে নিউ ইয়ার, ঠান্ডা ছাড়াই কেটে গেল উৎসবের মরশুম ৷ এই বিষয়ে কী বলছে হাওয়া অফিস(West Bengal Weather Update)?

Etv Bharat
আবহাওয়ার খবর

By

Published : Jan 2, 2023, 6:26 AM IST

কলকাতা, 2 জানুয়ারি:নতুন বছরের প্রথম দিন শুধু নয়, আপাতত প্রথম সপ্তাহ জুড়েই শীতের আমেজ মিলবে না কলকাতায়(Bengal is Deprived of Winter Even in New Year)। আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে শীতপ্রেমীরা আশাহত হতেই পারেন । বছরের প্রথম দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি । অর্থাৎ, নতুন বছরের পয়লা দিন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে থাকলে স্বাভাবিক হত । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । ভোরের দিকে কুয়াশা থাকলেও দিন ছিল রৌদ্রোজ্জ্বল ।

তবে শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলই নয়, জেলাগুলিতেও আবহাওয়ার একই পরিস্থিতি দেখা গিয়েছে । পারদের ঊর্ধ্বগতি আগামী তিন দিন একই থাকবে । অন্তত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে । 5 জানুয়ারির পর থেকে আবহাওয়ার বদল হবে । শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়ায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে । দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে । আগামী তিন দিন ভোরের দিকে কুয়াশা থাকবে । তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না । সব মিলিয়ে নতুন বছরে শীতের বিষয়ে আশার কথা শোনাতে পারল না হাওয়া অফিস । আগামী দিনগুলিতে কী হয় এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন :কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যাবেন কারা, জানুন রাশিফলে

ABOUT THE AUTHOR

...view details