কলকাতা, 16 অক্টোবর: ইজরায়েল ও হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েলের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু প্রধানমন্ত্রীকে এই অবস্থান থেকে সরে দাঁড়ানোর দাবি তুলল বঙ্গীয় ইমাম পরিষদ ৷ সোমবার তারা এই দাবি নিয়ে হাজির হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ৷ এই নিয়ে তারা রাজ্যপালকে একটা চিঠিও দিয়েছে ৷ এ দিন বঙ্গীয় ইমাম পরিষদের ডেপুটেশনে রইস উদ্দিন পুরকাইত ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন ৷
বঙ্গীয় ইমাম পরিষদের সাধারণ সম্পাদক রইস উদ্দিন পুরকাইত বলেন, "মোদিজি সাম্রাজ্যবাদী আমেরিকার গোলামে পরিণত হয়েছেন ৷ এটা ভারতীয়দের কাছে খুবই লজ্জাজনক । আমরা ইজরায়েলের সমর্থনের প্রত্যাহারের দাবি জানাচ্ছি । সেই সঙ্গে যুদ্ধ নয় শান্তি চাই - মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে অবিলম্বে ভারত সরকারকে ভূমিকা নেওয়ার আবেদন জানাচ্ছি ।" তাদের আরও দাবি, আক্রমণ পালটা আক্রমণ বন্ধ হোক, প্যালেস্টাইনে ইজরায়েলি হামলার পর থেকে শান্তি প্রিয় মানুষ এমনটাই চাইছেন । বিশ্বজুড়ে পথে নেমেছে একাধিক রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন ।
সংগঠনের আরও বক্তব্য, পশ্চিম বিশ্বের পূর্ণ মদতে ইজরায়েল ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে । এর জেরে মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিভীষিকায় পরিণত হয়েছে । ইজরায়েলকে ওই সংগঠন ‘যুদ্ধবাজ’ বলে দাবি করেছে ৷ তাদের আরও দাবি, 1948 সাল থেকে ফিলিস্তিনিদের উপর সর্বপ্রকার অত্যচার চালিয়ে আসছে ইজরায়েল । তাতে মহিলা, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা কেউ বাদ যাননি ।