পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলার মুখ্যমন্ত্রীও নারী, তবু মানব পাচারে শীর্ষস্থানে রাজ্য : দেবশ্রী চৌধুরি

নারী ও শিশু কল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরির অভিযোগ, নারী ও শিশুদের দুর্দশার প্রতি সংবেদনশীল নন মুখ্যমন্ত্রী । মানুষ আশা করেন, তিনি রাজ্যের মহিলাদের কল্যাণে কাজ করবেন । মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এই রাজ্য মানব পাচারে শীর্ষস্থানে রয়েছে ।

debasree
ফাইল ছবি

By

Published : Aug 19, 2020, 9:18 AM IST

কলকাতা, 18 অগাস্ট : মুখ্যমন্ত্রী একজন মহিলা অথচ মানব পাচারে দেশে শীর্ষস্থানে রয়েছে বাংলা । তা যন্ত্রণাদায়ক । মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি । কার্যত বাংলার বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন তিনি ।

নারী ও শিশু কল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরির অভিযোগ, নারী ও শিশুদের দুর্দশার প্রতি সংবেদনশীল নন মুখ্যমন্ত্রী । গতকাল ফেসবুক লাইভে মূলত রাজ্যের নারীদের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মমতার দিকে একের পর এক অভিযোগের তির ছোড়েন তিনি । বলেন, পশ্চিমবঙ্গে নারীরা যৌন হেনস্থার শিকার । অন্যান্য হেনস্থারও মুখোমুখি হতে হয় তাঁদের । কতজন অভিযুক্ত এখনও ধরা পড়েছে ?

দেবশ্রীর সংযোজন, যন্ত্রণাদায়ক হলেও এই কথাই সত্যি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা । মানুষ আশা করেন, তিনি রাজ্যের মহিলাদের কল্যাণে কাজ করবেন । মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এই রাজ্য মানব পাচারে শীর্ষস্থানে রয়েছে । নরেন্দ্র মোদির 'বেটি বাঁচাও, বেটি পড়াও' ক্যাম্পেন পরিস্থিতি কিছুটা ভালো করতে সাহায্য করছে । প্রধানমন্ত্রী রাজ্যের পরিস্থিতি নিয়ে চিন্তিত ।

এরপর আমফানের প্রসঙ্গও উল্লেখ করেন দেবশ্রী । আমফান ত্রাণ নিয়ে মানুষের ভোগান্তি হয়েছে । সবাই সঠিক ত্রাণ পাননি । দেশে গরিব মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতে পেরেছে কেন্দ্র । কিন্তু বাংলায় না কি মুক্তভাবে কাজ করা যায়নি বলে অভিযোগ করেন তিনি । তবে এইবারই প্রথম নয়, প্যানডেমিক পরিস্থিতি এবং আমফান পরবর্তী পরিস্থিতি নিয়ে বারবার রাজ্যকে আক্রমণ করেছে BJP । বিধায়ক, সাংসদ থেকে শুরু করে বিভিন্ন দলনেতাকে ত্রাণ দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা ।

আপাতত লক্ষ্য 21-র নির্বাচন । মূলত, বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই প্রচার চালাচ্ছে BJP নেতৃত্ব । তাই নির্বাচন প্রসঙ্গ বাদ পড়েনি দেবশ্রীর বক্তব্যেও । তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, BJP-র লক্ষ্য ক্ষমতা দখল নয় । মানুষের উন্নয়নে কাজ করতে চায় তারা । একুশের নির্বাচনে BJPই জিতবে । বাংলাকে তার গৌরবময় দিন ফিরিয়ে দেবে ।

ABOUT THE AUTHOR

...view details