পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC: রাজ্যের পৌরসভাগুলির পরিষেবা কেমন? খতিয়ে দেখবেন ফিরহাদ

পৌরসভার পরিষেবা নিয়ে সাধারণ মানুষ সন্তুষ্ট কি না তা খতিয়ে দেখতে এবার আসরে নামলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim Monitor Development Work)৷ শিঘ্রই পৌরনিগমের উপর নজরদারি শুরু হবে বলে তিনি জানান।

KMC
মেয়র ফিরহাদ হাকিম

By

Published : Jan 22, 2023, 1:12 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই দুয়ারে সরকার । তবে দুয়ারে পরিষেবা কতটা পৌঁছেছে রাজ্যের শহর বা গ্রামে তার জল মাপতে দিদির দূত ঘুরছেন দরজায় দরজায় (Bengal Govt to Monitor Development Work of Municipalities) । এবার কেন্দ্রীয় ভাবে নজরদারি হবে পৌরসংস্থা গুলির উপরও । রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের নির্দেশেই এমন সিদ্ধান্ত । প্রতি শনিবার ফিরহাদ নিজেেই এক-একটি পৌরসভায় যাবেন । সেই সফর শুরু হল এই শনিবার থেকেই । এদিন রানাঘাট পৌরসভায় গিয়ে সেই কাজ করেন ফিরহাদ ।

রাজ্যজুড়ে পৌর ও নগরোন্নয়ন দফতরের আওতাধীন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে । সেই সমস্ত কাজের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে, সেটা সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান বা মেয়র, পরিষদ, আধিকারিকদের পাশাপাশি এক্কেবারে পৌরমন্ত্রী খোঁজ নেবেন । নজর রাখবেন সেই পৌর এলাকায় পৌরসভা কী কাজ করছে, পরিষেবা সুষ্ঠু ভাবে পৌঁছে দিচ্ছেন কি না তার উপরও (Development Work of Municipalities) ।
রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় নতুন পৌর-স্বাস্থ্যকেন্দ্র, পানীয় জল সরবরাহের প্ল্যান্ট বা বুস্টার মাম্পিং স্টেশন তৈরি হচ্ছে । কোথাও নিকাশি প্রকল্পের কাজ চলছে, কোথাও আবার জঞ্জাল সাফাই ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনারও প্রকল্প হাতে নেওয়া হয়েছে । বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জাতি শংসাপত্র ঠিক দেওয়া হচ্ছে কিনা । সেইসব তদারকি করতেই মন্ত্রীর এই সফর ৷ আজ রানাঘাটে কর্মতীর্থ উদ্বোধন । ‘সকলের জন্য আবাস’ প্রকল্পের চাবি বিতরণ করলেন ফিরহাদ । মানুষের সুবিধার্থে পৌরসভার ওয়েবসাইট এবং অ্যাপের উদ্বোধন করেন ।

আরও পড়ুন:মেট্রোর কাজের জেরে নিকাশির জিআরপি লাইনিংয়ে ফাটল, ক্ষতিপূরণের দাবি করবে কর্পোরেশন

পঞ্চায়েতের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে দিদির দূতেরাও আমজনতার ক্ষোভের মুখে পড়ছে ৷ বঞ্চনার অভিযোগে সরব হচ্ছেন সাধরণ মানুষজন ৷ সেই প্রবণতা যাতে কমে তাই পরিষেবা পাওয়া যেমন দেখা হয়ছে পরিষেবা দেওয়া ঠিক হচ্ছে কিনা সেই ব্যাপারেও নজরদারি থাকবে । যেখানে অনিয়ম বা অনীহা চোখে পড়বে পৌর প্রধান থেকে প্রতিনিধিদের সতর্ক করবেন ফিরহাদ হাকিম । কলকাতায় যেমন টক টু মেয়র হয় সেইরকম সব পৌরসভায় হয় না । তাই বঞ্চিতদের অভাব অভিযোগ না জানাতে পারলে সেই চাপ- ক্ষোভ ভোট বাক্সে প্রভাব ফেলে । তাই লোকসভায় যাতে শাসকদল তৃণমূলকে সমস্যার মুখে না দাঁড়াতে হয় তাই এখন থেকেই পৌর এলাকায় নজরদারি বলে মনে করছেন রাজনৈতিক মহল ।

ABOUT THE AUTHOR

...view details