কলকাতা, 22 জানুয়ারি: মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই দুয়ারে সরকার । তবে দুয়ারে পরিষেবা কতটা পৌঁছেছে রাজ্যের শহর বা গ্রামে তার জল মাপতে দিদির দূত ঘুরছেন দরজায় দরজায় (Bengal Govt to Monitor Development Work of Municipalities) । এবার কেন্দ্রীয় ভাবে নজরদারি হবে পৌরসংস্থা গুলির উপরও । রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের নির্দেশেই এমন সিদ্ধান্ত । প্রতি শনিবার ফিরহাদ নিজেেই এক-একটি পৌরসভায় যাবেন । সেই সফর শুরু হল এই শনিবার থেকেই । এদিন রানাঘাট পৌরসভায় গিয়ে সেই কাজ করেন ফিরহাদ ।
রাজ্যজুড়ে পৌর ও নগরোন্নয়ন দফতরের আওতাধীন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে । সেই সমস্ত কাজের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে, সেটা সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান বা মেয়র, পরিষদ, আধিকারিকদের পাশাপাশি এক্কেবারে পৌরমন্ত্রী খোঁজ নেবেন । নজর রাখবেন সেই পৌর এলাকায় পৌরসভা কী কাজ করছে, পরিষেবা সুষ্ঠু ভাবে পৌঁছে দিচ্ছেন কি না তার উপরও (Development Work of Municipalities) ।
রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় নতুন পৌর-স্বাস্থ্যকেন্দ্র, পানীয় জল সরবরাহের প্ল্যান্ট বা বুস্টার মাম্পিং স্টেশন তৈরি হচ্ছে । কোথাও নিকাশি প্রকল্পের কাজ চলছে, কোথাও আবার জঞ্জাল সাফাই ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনারও প্রকল্প হাতে নেওয়া হয়েছে । বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জাতি শংসাপত্র ঠিক দেওয়া হচ্ছে কিনা । সেইসব তদারকি করতেই মন্ত্রীর এই সফর ৷ আজ রানাঘাটে কর্মতীর্থ উদ্বোধন । ‘সকলের জন্য আবাস’ প্রকল্পের চাবি বিতরণ করলেন ফিরহাদ । মানুষের সুবিধার্থে পৌরসভার ওয়েবসাইট এবং অ্যাপের উদ্বোধন করেন ।